স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ মে : ইট ভাটি শ্রমিকদের বর্ধিত মজুরি সহ পাঁচ দফা দাবিতে শ্রম কমিশনারের কাছে ডেপুটেশন প্রদান করে সি আই টি ইউ অনুমোদিত ত্রিপুরা ইট ভাটা ইউনিয়ন। সংগঠনের সাধারন সম্পাদক তপন দাসের নেতৃত্বে যুগ্ম শ্রম কমিশনারের কাছে দাবি সনদ তুলে দেন প্রতিনিধি। প্রতিনিধি দলে উপস্থিত তপন দাস জানান, ইট ভাটিতে কর্মরত শ্রমিকরা চলতি বছরে অনেক ক্ষেত্রে শ্রমের নার্য্য মজুরি একাংশ ভাটায় পাচ্ছেন না।
এতে শ্রমিকরা বঞ্চনার স্বীকার হচ্ছেন। ২০২২ সালে শ্রম দপ্তরে শ্রম কমিশনারের উপস্থিতিতে ত্রিপাক্ষিক সভায় আলোচনার মধ্য দিয়ে শ্রমিকদের মজুরি ১৩.৩৩ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছিল। সেই সিদ্ধান্তের নিরিখে চলতি বছর শ্রমিকদের বর্ধিত মজুরি সহ শ্রমের নায্য মজুরি রাজ্যের কিছু কিছু ইট ভাটাতে শ্রমিকরা সঠিকভাবে পাচ্ছে না। এই জন্য শ্রম দপ্তরকে দ্রুত কার্যকরী উদ্যোগ নিতে দাবি জানানো হয়েছে। পাশাপাশি বহির্রাজ্যে শ্রমিকরা বাড়ি ফেরার সময় তাদের যাতায়াতের খরচ বহন করা সহ একাধিক দাবি তুলে ধরা হয়েছে এদিন। প্রতিনিধি দলে এছাড়াও ছিলেন শ্রমিক নেতা নির্মল রায়, মনোরঞ্জন দাস, প্রদীপ দে, তপন শীল।