স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ মে : রাজধানীর মঠ চৌমহনী এলাকার দোকান থেকে চুরি করে আটক চার চোর। ধৃত চোরের নাম যুবরাজ ঋষি দাস। জানা যায় অভিযুক্ত চোর শুক্রবার দীপক বণিকের দোকান থেকে চুরি করে গা ঢাকা দিয়েছিল অভিযুক্ত চোর। সাথে সাথেই দোকানের মালিক পূর্ব থানায় খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে এসে পাশের দোকানের সিসি ক্যামেরা দেখে আড়ালিয়া থেকে আটক করে যুবরাজ ঋষি দাসকে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর চুরি যাওয়ার সামগ্রী। পুলিশ জিজ্ঞাসাবাদ করে তার সাথে জড়িত আরো তিনজনকে জালে তুলেছে বলে জানান সদর মহকুমা পুলিশ আধিকারিক। নির্দিষ্ট ধারায় মামলা নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।