স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ মে : গোমতী নদীতে স্নান গিয়ে তলিয়ে গেল ২২ বছরের এক কলেজ পড়ুয়া ছাত্র। মৃতদেহ উদ্ধার করতে গোমতী নদীতে তল্লাশি অভিযানে নেমেছে এন ডি আর এফ এবং উদয়পুর অগ্নিনির্বাপক দপ্তরের কর্মী। জানা যায়, এদিন দুপুরে রাজারবাগ স্কুল সংলগ্ন এলাকার বাসিন্দা বাহাদুর পালের ছেলে সায়ন পাল দুই বন্ধুকে সঙ্গে নিয়ে গোমতী নদীতে স্নান করতে নামে। তারপরই ঘটে বিপত্তি।
আচমকা জলের স্রোতে তলিয়ে যেতে থাকে সায়ন। আর এই দৃশ্যটি দেখতে পায় তার বন্ধুরা। এক প্রকার ভয় পেয়ে তার বন্ধুরা নদী থেকে উঠে চিৎকার শুরু করলে এলাকার মানুষ জড়ো হওয়ার আগেই সায়ন নদীর জলের নিচে তলিয়ে যায়। খবর যায় উদয়পুর দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ এবং দমকল কর্মীরা নদীতে দীর্ঘ প্রায় ২ ঘন্টা ধরে তল্লাশি চালায়। হদিস মেলেনি সায়নের। এরপরই ছুটে আসে এস ডি আর এফ এর টিম। তল্লাশি অভিযানে নামে তারাও। তবে খবর লেখা পর্যন্ত খোঁজ মিলছে না সায়নের। ছেলে নদীর জলে ডুবে যাওয়ার ঘটনা বুকফাটা কান্নায় ভেঙ্গে পড়েন সায়নের মা। গোটা ঘটনায় এলাকা জুড়ে গভীর শোকের ছায়া নেমে আসে।