স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ মে : চলন্ত বাসে টাকার ব্যাগ ছিনতাই। শেষ পর্যন্ত গাড়ি চালকের তৎপরতায় আটক হয় তিন মহিলা। তাদের কাছ থেকে উদ্ধার হয় টাকার ব্যাগ। ঘটনার বিবরণের জানা যায় তিন মহিলা দুই শিশু নিয়ে উদয়পুর মহকুমা গর্জি থেকে আগরতলা গ্রামী বাসে উঠেছিল।
এদিকে বাগমা থেকে আগরতলায় আসতে একই গাড়িতে উঠেছিলেন ছন্দা পাল নামে এক মহিলা। ছন্দা পাল বিশালগড় এসে দেখেন তার টাকার ব্যাগ নেই। তখন মহিলা খোঁজাখুঁজি শুরু করলে গর্জি থেকে গাড়িতে উঠা তিন মহিলা গাড়ি থেকে নেমে যায়। তখন গাড়ি চালক এবং গাড়ির সহ চালক মিলে তিন মহিলাকে সন্দেহজনকভাবে আটক করে খবর দেয় পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে ভিন রাজ্যের তিন মহিলাকে আটক করে বিশালগড় থানায় নিয়ে যায়। উদ্ধার হয় টাকার ব্যাগ। নির্দিষ্ট ধারা অনুযায়ী অভিযুক্ত তিন মহিলার বিরুদ্ধে মামলা নিয়ে করছে বিশালগড় মহিলা থানার পুলিশ।