স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ মে : গণধর্ষণের ঘটনায় প্রতিবাদে সারা রাজ্যে দিকে দিকে আন্দোলন গড়ে উঠছে। মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গণধর্ষণ কাণ্ডের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, তিনি এই ঘটনার সম্পর্কে অবগত হয়ে সাথে সাথে পশ্চিম জেলা পুলিশ সুপারের সাথে যোগাযোগ করেছেন। এবং ঘটনার সাথে যারা জড়িত সকলকে গ্রেফতার করার জন্য নির্দেশ দিয়েছেন বলে জানান। মুখ্যমন্ত্রী আরও বলেন, যারা এই ধরনের ঘটনা সংগঠিত করেছে তাদের মানসিক বিকৃতি ছাড়া আর কিছু নয়। কিন্তু এ ধরনের ঘটনা কোনভাবেই বরদাস্ত করবে না সরকার।
এবং এই ধরনের ঘটনার সাথে যারা জড়িত তারা যাতে কোন অবস্থাতেই রেহাই না পায় তার জন্য আইন আইনের পথে চলবে বলে জানান মুখ্যমন্ত্রী।এদিকে শুক্রবার বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে রাজ্যে পুলিশের সদর কার্যালয় এবং পশ্চিম জেলা শাসকের দ্বারস্থ হয়ে অভিযুক্তদের কঠোর শাস্তি দাবি জানিয়েছে বিভিন্ন সংগঠন। গণধর্ষণ কান্ডে জড়িত অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিতে পশ্চিম জেলা শাসক কার্যালয়ের সামনে শুক্রবার বিক্ষোভে সামিল হয় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ।
সংগঠনের সদস্যদের দাবি সম্প্রতি রাম ঠাকুর কলেজের ছাত্রীকে দুর্বৃত্তরা গণধর্ষণ করেছে। এই ঘটনার সাথে যারাই জড়িত তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি ব্যবস্থা করতে হবে। কারণ এই ধরনের ঘটনা আগামী দিনে যাতে পুনরাবৃত্তি না হয় সেদিকে নজর দিয়ে কঠোর পদক্ষেপের দাবি তুলেছে বলে জানান তারা। পাশাপাশি তাদের একটি প্রতিনিধি দল পশ্চিম জেলা শাসকের উদ্দেশ্যে ডেপুটেশন প্রদান করে দাবি তুলে ধরেন। এদিকে রাজ্য পুলিশের সদর কার্যালয়ে এ আই এম এস এস, এ আই ডি এস ও, এ আই ডি ওয়াই ও পক্ষ থেকে রাজ্য পুলিশের সদর কার্যালয়ে সামনে বিক্ষোভ দেখানো হয়। উপস্থিত বিক্ষোভ কারীরা দাবি করেন অবিলম্বে ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পাশাপাশি মহিলাদের সুরক্ষার দায়িত্ব-সুনিশ্চিত করতে হবে রাজ্য পুলিশের। কারণ মহিলাদের উপর এ ধরনের ঘটনা ক্রমশ বাড়ছে বলে তারা অভিযোগ তুলে এদিন। পুলিশ এই গণধর্ষণ কাণ্ডের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। বাকিদের জালে তুলতে পুলিশ সব ধরনের প্রচেষ্টা জারি রেখেছে।