স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ মে : ১২ মে আন্তর্জাতিক সেবিকা দিবস উপলক্ষ্যে শুক্রবার আগরতলা স্থিত অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার হাসপাতালে এক স্বেচ্ছায় মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্জ্বলন করে শিবিরের সুচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।শিবিরের উদ্বোধনি অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, রাজনীতি করে সরকার গঠন হতে পারে।
কিন্তু স্বাস্থ্য ক্ষেত্রে সমস্যা সমাধানের জন্য সরকারের রাজনীতি করলে চলবে না। কারণ স্বাস্থ্য ক্ষেত্রে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের অনেক সমস্যা আছে। তবে সমস্যা সৃষ্টি করা সরকারের রাজনীতি হওয়া ঠিক নয়। তাই সরকার স্বাস্থ্য ক্ষেত্রে গুরুত্ব দিয়ে সমস্যা সমাধানের পথ বের করছে। পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী আজকের দিনের গুরুত্ব টেনে বলেন, নার্স ব্যতীত চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা প্রদান করা সম্ভব নয়। একজন রোগী সুস্থ হয়ে উঠার ক্ষেত্রে নার্সদের ভূমিকা অপরিসীম।
তাই নার্সদের সম্মান জানানোর জন্য সেবিকা দিবস পালন করা হয়। অপারেশন থিয়েটারেও নার্সদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মুখ্যমন্ত্রী এইদিন ফ্লোরেন্স নাইটিঙ্গেলের কাজের কথা তুলে ধরে নার্সদের উৎসাহিত করেন। অপরদিকে মন্ত্রী সুশান্ত চৌধুরী আলোচনা করতে গিয়ে ফ্লোরেন্স নাইটিঙ্গেল যুদ্ধ ক্ষেত্রে গিয়ে আহত সেনাদের যেভাবে চিকিৎসা পরিষেবা প্রদান করেছেন তার কথা তুলে ধরে বলেন চিকিৎসকদের তুলনায় নার্সদের কোন আংসে সম্মান কম করা হয় না। পাশাপাশি তিনি বলেন যে কোন শুভ কাজ দানের মধ্যদিয়ে শুরু করা হয়। কিন্তু রক্তদান মহৎ দান। করোনার কারনে মাঝে রক্তদানের প্রবণতা কিছুটা হ্রাস পেয়েছিল। কিন্তু বর্তমানে মুখ্যমন্ত্রীর ঐকান্তিক প্রয়াসের ফলে রক্তদানের হার পুনঃরায় বৃদ্ধি পেয়েছে। এইদিনের শিবিরে অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার হাসপাতালের স্বাস্থ্য কর্মীদের পাশাপাশি এলাকার বহু মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন। শিবিরে উপস্থিত মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিধায়ক রতন চক্রবর্তী সহ অন্যান্য অতিথিরা স্বেচ্ছায় রক্তদাতাদের উৎসাহ প্রদান করেন।