Saturday, April 20, 2024
বাড়িরাজ্যমহিলা কমিশনের সচেতন শিবির

মহিলা কমিশনের সচেতন শিবির

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ মে :রাজ্যে নারী সংক্রান্ত অপরাধের গ্রাফ নিম্নমুখী করতে ত্রিপুরা মহিলা কমিশনের পক্ষ থেকে মহকুমা শাসক কনফারেন্স হলে বৃহস্পতিবার সচেতন শিবিরের আয়োজন করা হয়। এদিনের সচেতন মূলক কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী সহ অন্যান্যরা।

মহিলা কমিশনের চেয়ারপার্সন জানান, সারা রাজ্যে নারী সংক্রান্ত অপরাধ বন্ধ করতে এ ধরনের সচেতনমূলক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এবং এর সচেতন মূলক কর্মসূচিতে রয়েছেন জেলাশাসক, জেলা পুলিশ সুপার, অঙ্গনওয়াড়ি কর্মী এবং বিভিন্ন সামাজিক সংস্থার সদস্যরা। সকলের প্রচেষ্টায় কিভাবে নারী সংক্রান্ত অপরাধ বন্ধ করা যায় সেই বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি সম্প্রতি রামঠাকুর কলেজের এক ছাত্রীর সাথে গণধর্ষণের শিকার হওয়া ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন। সুস্থ তদন্তে এবং বিচারের দাবি জানান মহিলা কমিশনের চেয়ারপার্সন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য