Saturday, July 27, 2024
বাড়িরাজ্যমিজোরামের মন্ত্রী সহ ১২ জনের প্রতিনিধির রাজ্য সফর

মিজোরামের মন্ত্রী সহ ১২ জনের প্রতিনিধির রাজ্য সফর

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ মে : রাজ্য সফরে আসেন মিজোরামের আইন ও বিচার, পরিবহণ, সংসদীয় বিষয়ক, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন দপ্তরের মন্ত্রী টি জে লালনুনটুলুঙ্গা। সাত সফরে এসে মিজোরামের মন্ত্রী টি জে লালনুনটুলুঙ্গার নেতৃত্বে আসা ১২ জনের প্রতিনিধি দলটি সাক্ষাৎ করেন রাজ্যের লোকায়ুক্ত কল্যাণ নারায়ণ ভট্টাচার্যের সঙ্গে।

ত্রিপুরার লোকায়ুক্ত কিভাবে চলছে , তার কাজ কি সেই বিষয়ে আলোচনা হয়। লোকায়ুক্ত কল্যাণ নারায়ণ ভট্টাচার্য জানান মিজোরামের প্রতিনিধি দল ত্রিপুরার লোকায়ুক্ত সম্পর্কে বিস্তারিত জেনেছেন। সম্ভবত মনিপুরের লোকায়ুক্ত আইনে কিছু সংশোধন আনা হবে। আর তাই তারা বিভিন্ন রাজ্যের লোকায়ুক্তের কাজের পদ্ধতি সম্পর্কে অবগত হচ্ছেন। রাজ্যে সফরে এসে সরকারের প্রশংসা করেন মিজোরামের মন্ত্রী টি জে লালনুনটুলুঙ্গা। মূলত লোকায়ুক্ত কিভাবে কাজ করছে তা জানতে রাজ্য সফর। এবং ত্রিপুরার লুকায়ুক্ত সম্পর্কে অবগত হয়ে মিজোরামেও বাস্তবায়ন করার চেষ্টা করবে বলে জানা যায় প্রতিনিধি দলের কাছ থেকে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য