Tuesday, April 16, 2024
বাড়িরাজ্যউদ্ধার প্রচুর পরিমাণে মেয়াদ উত্তীর্ণ খাবার

উদ্ধার প্রচুর পরিমাণে মেয়াদ উত্তীর্ণ খাবার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ মে : অলি গলিতে ভেজাল খাবারের রমরমা। প্রশাসনের চরম গাফিলতি কারণে রাজ্যের প্রধান বাজারগুলির পাশাপাশি এই অলিগুলির ব্যবসায়ীরাও ভেজাল খাবার বিক্রি করে চলেছে। এ বিষয়গুলি নিয়ে প্রতিনিয়ত খবর প্রকাশিত হয়, আর খবরের জেরে অবশেষে হুশ ফিরেছে খাদ্য দপ্তরের। বুধবার সদর মহকুমা প্রশাসনের নির্দেশে খাদ্য দপ্তরের আধিকারিকরা রাজধানীর চন্দ্রপুরস্থিত রামঠাকুর ভ্যারাইটিসে অভিযান চালায়।

আর অভিযানে নেমে চোখ চরক গাছ হয় প্রশাসনিক আধিকারিকদের। এই অভিযানে দোকান থেকে উদ্ধার হয় মেয়াদ উত্তীর্ণ ভোজ্য তেল, পাপড়, চিপস সহ বিভিন্ন খাদ্য সামগ্রী। ডিসিএম অজিত কুমার দাস জানান খাদ্য মন্ত্রী নির্দেশ দিয়েছেন দোকানে যেন মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী বিক্রয় করা না হয় তা সুনিশ্চিত করতে। পাশাপাশি পাইকারি মূল্য ও খুচরা মূল্যের মধ্যে ব্যবধান কমানোর জন্য নির্দেশ দিয়েছেন। সেই মোতাবেক খাদ্য দপ্তর ধারাবাহিক ভাবে অভিযান চালিয়ে যাচ্ছে। তিনি আরও জানান অবাক করার বিষয় এইদিন চন্দ্রপুরস্থিত রামঠাকুর ভ্যারাইটিস থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী। এই বিষয়ে মহকুমা শাসককে অবগত করা হয়েছে। পরবর্তী সময় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। শহরের বিভিন্ন দোকান গুলিতে মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রীর ছড়াছড়ি। নিজের অজান্তে ক্রেতারা ন্যায্য মূল্য দিয়ে দোকান থেকে ক্রয় করে নিয়ে যাচ্ছেন মেয়াদ উত্তীর্ণ খাবার। শুধু তাই নয় সচেতন ক্রেতারা অনেক সময় দোকানে খাদ্য সামগ্রী ক্রয় করতে গিয়ে মেয়ার উত্তীর্ণ খাদ্য সামগ্রী নিয়ে প্রতিবাদ করলে তাদের হেনস্তার শিকার হতে হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য