স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ মে : পুলিশের উপর আস্থা হারিয়ে নেশা কার বাড়িতে হাতেনাতে ধরলো এলাকাবাসী। উত্তম মধ্যম দিয়ে তুলে দেয় পুলিশের হাতে। ঘটনা বিলোনিয়া মহকুমাধীন মাইছড়া স্থিত সাঁই বাবা মন্দির সংলগ্ন এলাকায়। জানা যায় সোমবার অভিজিৎ দাস নামে এক যুবক নেশার কৌটা নিয়ে মাইছড়া সাঁই বাবা মন্দির সংলগ্ন এক বাড়িতে যাওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হওয়ায় তাকে হাতেনাতে আটক করেন। পরবর্তী সময়ে উত্তম মধ্যম দিয়ে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। আটক যুবক এলাকার বাসিন্দা বলে জানা যায়।
অভিজিৎ -কে স্থানীয়দের পক্ষ থেকে আগে বেশ কয়েকবার সচেতন করা হয়েছিল। বলা হয়েছিল এলাকায় যাতে এ ধরনের নেশায় সাম্রাজ্য গড়ে না তুলে। কিন্তু তারপরেও সে নিজেকে শোধরায় নি। বিষিয়ে তুলছে এলাকা। সোমবার সকালে স্থানীয় কিছু নাগরিক দেখতে পায় অভিজিৎ -কে। তাকে আটক করে খবর দেওয়া হয় বিলোনিয়া থানার পুলিশকে। পুলিশ এসে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় জিজ্ঞাসাবাদ জন্য। এলাকাবাসীর ধারনা তাকে জিজ্ঞাসাবাদ করলে আরও অনেকের নাম বের হয়ে আসবে। তবে এলাকাবাসী সূত্রে দাবি কার সাথে জড়িত হয়েছে জয়ন্ত দেব নামে আরও এক ব্যক্তি। পুলিশ অভিযুক্ত যুবকের বিরুদ্ধে নির্দিষ্ট ধারা অনুযায়ী মামলা গ্রহণ করেছে। এলাকাবাসী তার শাস্তি দাবি জানায় এদিন।