Tuesday, January 14, 2025
বাড়িরাজ্যবিদ্যুৎ সংস্থার তালবাহানায় অতিষ্ঠ হয়ে অনশনে বসলেন আইনজীবী

বিদ্যুৎ সংস্থার তালবাহানায় অতিষ্ঠ হয়ে অনশনে বসলেন আইনজীবী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ মে :  বিদ্যুৎ পরিষেবার দাবিতে অনশনে বসলেন আইনজীবী। ঘটনা কৈলাসহরের গোবিন্দপুর এলাকায়। বিদ্যুৎ পরিষেবা সঠিকভাবে না দেওয়ায় কৈলাসহরের বেসরকারি বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী ‘সাই কম্পিউটার’ সংস্থার বিরুদ্ধে বিদ্যুৎ দপ্তরের অফিসের বারান্দায় আইনজীবী তথা শহরের প্রবীণ ব্যক্তি অসীম ভট্টাচার্য অনশনে বসেন।

 অনশনরত অবস্থায় অসীম ভট্টাচার্য সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে ক্ষোভ উগরে দিয়ে জানান যে, পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী রবিবার সকাল নয়টা থেকে তিনটা পর্যন্ত গোটা কৈলাসহর মহকুমায় বিদ্যুৎ পরিষেবা বন্ধ ছিলো। বিকেল সাড়ে তিনটায় কৈলাসহরের সমস্ত জায়গার সাথে অসীম ভট্টাচার্যের বাড়িতেও বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হবার ৫ মিনিট পরই বিদ্যুৎ পরিষেবা ফের বন্ধ হয়ে যায়। সাথে সাথেই সাই কম্পিউটার সংস্থার অফিসে ফোন করে অভিযোগ জানান অসীম ভট্টাচার্য। তিন ঘন্টা পর্যন্ত সাই কম্পিউটার সংস্থার কর্মীরা কেউই বিদ্যুৎ সারাই করার জন্য অসীম ভট্টাচার্যের বাড়িতে না যাওয়ায় তিনি নিজে সন্ধ্যা ছয়টা নাগাদ সাই কম্পিউটার সংস্থার অফিসে এসে লিখিত ভাবে অভিযোগ নথিভুক্ত করেছেন বলে জানান। অথচ আশ্চর্যের বিষয় হলো, সাই কম্পিউটার সংস্থার অফিস থেকে আইনজীবী অসীম ভট্টাচার্যের বাড়ির দূরত্ব চারশো মিটার। রাত নয়টা পর্যন্ত বিদ্যুৎ সারাই করার জন্য কোনো কর্মী না যাওয়ায় আইনজীবী অসীম ভট্টাচার্য ‘সাই কম্পিউটার’ সংস্থার অফিসের বারান্দায় শুয়ে অনশন শুরু করেন। নিজ বাড়িতে যতক্ষন অব্দি বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হবে না ততোক্ষন অনশন করে যাবেন বলে জানান। অসীম ভট্টাচার্য নয়টা থেকে অফিসের বারান্দায় অনশন শুরু করলেও রাত এগারোটা অব্দি সাই কম্পিউটার সংস্থার কোনো আধিকারিক অনশনস্থলে আসেননি।

 পুলিশ আধিকারিকরা অনশনরত অসীম ভট্টাচার্যকে অনেক বুঝানোর পরও অসীম বাবু অনশন প্রত্যাহার করেননি। এভাবে অনশন চলার পর রাত আড়াইটে নাগাদ ‘সাই কম্পিউটার’ সংস্থার কর্মীরা আইনজীবী অসীম ভট্টাচার্যের বাড়িতে গিয়ে বিদ্যুৎ সারাই করে দেন এবং রাত দুইটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ অসীম ভট্টাচার্য অনশন প্রত্যাহার করেন। তিনি সংস্থার উদ্দেশ্যে বলেন, এ ধরনের হয়রানির জন্য সংস্থার বিরুদ্ধে মামলা করবেন। বেসরকারি বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী সাই কম্পিউটার সংস্থার এহেন কান্ড কারখানায় কৈলাসহরের মান অনেকটাই ক্ষুন্ন হয়েছে বলে মানুষ দাবি করছেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য