স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ মে : কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে দেখা করার আগেই জল্পনা জিইয়ে রেখে রবিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর সাথে দেখা করলেন তিপরা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মন। দীর্ঘক্ষণই চলে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী সরণীতে বৈঠক। বৈঠকের পর প্রদ্যোত কিশোর দেববর্মন সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে বলেন বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে মুখ্যমন্ত্রীর সাথে।
এ ডি সি -তে ল্যান্ড রিভিউ, পেনসন, ট্রাইবেল কাস্টমারি ল সহ বহু বিল পাশ করা হয়েছে। কিন্তু এই বিলগুলি পাশ হওয়ার পর দীর্ঘ সময় ধরে পড়ে রয়েছে। এই বিল গুলি নিয়ে কোন বিচার বিবেচনা হচ্ছে না। এর মধ্যে যে এডিসি -তে অর্থের অভাব রয়েছে বলে জানান তিনি। আরো বলেন স্বাস্থ্য ক্ষেত্রে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হলেও সরকার অর্থ প্রদান করছে না।
এর পাশাপাশি মুখ্যমন্ত্রীর সাথে জনজাতিদের সাংবিধানিক দাবি সহ বিভিন্ন বিষয়ে খুব ভালো আলোচনা হয়েছে। মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন এ বিষয়ে রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ দপ্তরে আধিকারিকের সাথে কথা বলবেন। মুখ্যমন্ত্রীর আশ্বাসে অনেকটাই দৃঢ় আশাবাদী প্রদ্যোত কিশোর দেববর্মন। এদিন প্রদ্যোত কিশোর দেববর্মনের সঙ্গে ছিলেন এ ডি সি -র ইএম কমল কলই, বিধায়ক বৃষকেতু দেববর্মা সহ অন্যান্য নেতৃত্ব।