Thursday, January 23, 2025
বাড়িরাজ্যপাশবিক লালশা মেটানোর চেষ্টা দুই নাবালিকার উপর, উত্তম মধ্যম খেলেন কোচ

পাশবিক লালশা মেটানোর চেষ্টা দুই নাবালিকার উপর, উত্তম মধ্যম খেলেন কোচ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ মে : কুষ্টির কোচ ব্রিজ ভূষণকে নিয়ে যখন দিল্লির যন্তর মন্তরে কুষ্টির সাথে জড়িত খেলোয়াড়রা ধর্নায় বসেছে তখন কুস্তির কোচ হিসাবে শীলু দেবনাথ একই ধরনের দুশ্চরিত্রের অভিযোগে জড়িয়ে পড়েছে। অভিযুক্ত কোর্চ দুই নাবালিকার সঙ্গে পাশবিক ঘটনা সংগঠিত করার চেষ্টা করেছে। ঘটনার বিবরণে জানা যায়, দুই নাবালিকা মধ্যপ্রদেশে জাতীয় স্তরের কুস্তি প্রতিযোগিতায় সুযোগ পায়। অভিযুক্ত শীলু দেবনাথের বাড়ি তিলথৈ হলেও সে আলগাপুর স্কুলে কুস্তির কোচিংয়ের কাজে নিযুক্ত রয়েছে।

দুই নাবালিকা সোমবার তাদের শীলু দেবনাথের কাছে রেজিস্ট্রেশনের জন্য যায়। কারণ মধ্যপ্রদেশে যে জাতীয় স্তরের কুস্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে তার জন্য সোমবার ছিল রেজিস্ট্রেশন করার শেষ দিন। সেখান থেকে কোচ তাদের নিয়ে তার ভাড়া বাড়িতে যায়। অভিযোগ সেখানে তাদেরকে সে ভাত খায়নি বলে, ভাত রান্না করতে বলে। জোর জবরদস্তি জল খাওয়ায়। তারপর দুই নাবালিকাকে মারধর করে বলে অভিযোগ। তারপর দুই নাবালিকা শারীরিকভাবে অসুস্থতা বোধ করেন।

পরে কোনক্রমে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুই নাবালিকা। তারপর এই ঘটনার বিস্তারিত জানতে পারে স্থানীয় যুবকরা। তারপর শীলু দেবনাথকে উত্তম মধ্যম দেয়। পরে দমকল কর্মীরা উদ্ধার করে শীলু দেবনাথকে ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালে নিয়ে যায়। এদিকে এই ঘটনার অস্বীকার করেছেন অভিযুক্ত কোর্চ। তিনি জানান এ ধরনের কোন ঘটনা ভাড়া বাড়িতে হয়নি। তবে দুটি নাবালিকা ধর্মনগর মহিলা থানায় অভিযোগ দায়ের করে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য