স্যন্দন ডিজিটেল ডেস্ক,,২ মে: লিগ শিরোপা জেতা হয়ে গেছে ১০টি। পিএসজির ট্রফিকেসে সাজানো আছে ফ্রেঞ্চ কাপের ১৪ আর লিগ কাপের ৯টি ট্রফিও। এ ছাড়া ট্রফি দে চ্যাম্পিয়নস, উয়েফা কাপ উইনার্স কাপ ও উয়েফা ইন্টারটোটো কাপের ট্রফিও আছে প্যারিসের দলটির কেবিনেটে।কিন্তু একটি চ্যাম্পিয়নস লিগ শিরোপার স্বপ্ন এখনো পূরণ হয়নি পিএসজির। অধরা এই ট্রফিটার জন্য কত চেষ্টাই না করছে তারা! নেইমার ও কিলিয়ান এমবাপ্পের সমন্বয়ও চ্যাম্পিয়নস লিগ জয়ের আক্ষেপ পূরণ করতে না পারায় তারা দলে টেনেছে তর্ক সাপেক্ষে সময়ের সেরা ফুটবলার লিওনেল মেসিকে। এরপরও ফল সেই একই—ইউরোপীয় সাফল্যে খরা।চলতি মৌসুমেও চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকেই ছিটকে পড়েছে পিএসজি। এই ছিটকে পড়ার পর দলটি যেন চ্যাম্পিয়নস লিগ জিততে আরও মরিয়া হয়ে উঠেছে। আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগ জয়ের জন্য স্কোয়াডে বেশ কিছু পরিবর্তন আনার কথাও ভাবছেন পিএসজির ক্রীড়া পরিচালক লুইস কাম্পোস।
দলে কী পরিবর্তন আনতে যাচ্ছে পিএসজি—এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছেন ফরাসি সাংবাদিক সাবের দেসফারজেস। গতকাল টিএফ১–এ এক প্রতিবেদনে তিনি জানিয়েছেন, আগামী মৌসুমে স্কোয়াডের চারটি পজিশনে পরিবর্তন আনবে পিএসজি।সেই পরিবর্তনগুলো কোন কোন পজিশনে, সেটাও নিজের প্রতিবেদনে জানিয়েছেন দেসফারজেস। স্কোয়াডে বাড়তি একজন স্ট্রাইকার অবশ্যই নিতে হবে বলে ভাবছেন কাম্পোস। এ ছাড়া আক্রমণভাগে দ্বিতীয় একজন ফরোয়ার্ডও চান তিনি। দ্বিতীয় ফরোয়ার্ডের প্রসঙ্গ আসায় প্রশ্ন উঠতেই পারে—তাহলে কি লিওনেল মেসি আগামী মৌসুমে থাকছেন না পিএসজিতে? এ বিষয়ে অবশ্য কিছু জানাননি দেসফারজেস।ফরোয়ার্ড ছাড়া আর যে দুটি পজিশনে পিএসজি পরিবর্তন আনতে চায়, সে দুটি ডিফেন্সিভ মিডফিল্ড ও উইং।