Sunday, September 8, 2024
বাড়িরাজ্যসংক্রমিত আরো ৩

সংক্রমিত আরো ৩

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ এপ্রিল : রাজ্যে নতুন করে সংক্রমিত আরো ৩ জন। এর মধ্যে পশ্চিম জেলার বাসিন্দা ২ জন এবং ঊনকোটি জেলার ১ জন। ৮৫৯ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের শরীরে সংক্রমণ পাওয়া গেছে। বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জন।

পজেটিভিটির হার ০.৩৫ শতাংশ। ২০ এপ্রিল স্বাস্থ্য দপ্তরের বুলিটিন অনুযায়ী এই পরিসংখ্যান জানা গেছে। সংক্রমণ সারাদেশে হু হু করে বাড়লেও ত্রিপুরা রাজ্যে এখনো নিয়ন্ত্রণে রয়েছে। তবে মানুষের মধ্যে উপসর্গ কম রয়েছে। কিন্তু সংক্রমণ নিয়ে রাজ্য প্রশাসন কোনরকম গাফিলতি করতে নারাজ। প্রশাসনের অভিমত ইতিমধ্যে মানুষ সচেতন না হলে পরিস্থিতি দেশের অন্যান্য রাজ্যের মতো হতে পারে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য