স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ এপ্রিল : গত পাঁচ বছরে সরকারি অফিস গুলি থেকে বাম আমলের ভূত ছাড়াতে পারে নি ট্রান্সপারেন্সির সরকার। দ্বিতীয়বার সরকারের প্রতিষ্ঠিত হওয়ার পর মানিক সাহার নেতৃত্বাধীন সরকার বাম আমলে লাটে উঠা কর্মসংস্কৃতি দূর করতে চাইছে। সে মোতাবেক মন্ত্রিসভার সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে নিজ নিজ দপ্তর গুলি যাতে সঠিকভাবে পরিচালনা করা হয়।
সে অনুযায়ী মঙ্গলবার আচমকা তিনি পরিদর্শনে যান লেইক চৌমুহনি ত্রিপুরা তপশিলি জাতি সমবায় উন্নয়ন নিগমের অফিস। মৎস্য, প্রাণী সম্পদ, তপশিলি জাতি কল্যাণ দপ্তরের দায়িত্ব পাওয়ার পর থেকেই বিভিন্ন অফিস পরিদর্শন করছেন মন্ত্রী সুধাংশু দাস। পর্যালোচনা সভা করছেন আধিকারিকদের নিয়েও। তিনি অফিস ঘুরে দেখেন এবং কর্মচারীদের সঙ্গে কথা বলেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন, রাজ্যবাসীর কাছে তিনি প্রতিশ্রুতিবদ্ধ কর্মসংস্কৃতি ফিরিয়ে আনার। তিনি বলেন, এই অফিসে কর্মচারীরা সময়মতো আসেন ও যান। মন্ত্রী থেকে শুরু করে আধিকারিকরা সবাই মিলে ময়দানে নেমে কাজ করলে ভালো কাজ হবে। মন্ত্রী আরও বলেন, মানুষ যাতে ভাল পরিষেবা পান, কোথাও ভোগান্তির শিকার না হন। যতদিন মন্ত্রী থাকবেন ততদিন অর্ধেক সময় অফিসে আর বাকি সময় মাঠে কাজ করবেন বলে জানান মন্ত্রী সুধাংশু দাস। মন্ত্রী ও অফিসারদের মধ্যে দূরত্ব তৈরি করে কাজ হবে না। তবে এই ধরনের পরিদর্শন আগামী দিনের কতটা বজায় থাকবে সেটাই এখন বড় বিষয়। কারণ সরকারি অফিসগুলিতে দিনের পর দিন ঘুরে মানুষের জুতো পর্যন্ত ছিঁড়ে যায়, তারপরেও সমস্যার সমাধান হয় না। একদিনের কাজ কেটে যায় মাসের পর মাস। একাংশ কর্মীদের ঐ ধরনের চরম গাফিলতি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র বললেও ভুল হবে না।