Wednesday, October 23, 2024
বাড়িরাজ্যসমাজ পরিবর্তনে যারা এগিয়ে আসবে তাদের পাশে আছে সরকার : মুখ্যমন্ত্রী

সমাজ পরিবর্তনে যারা এগিয়ে আসবে তাদের পাশে আছে সরকার : মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ এপ্রিল : রক্তের কোন রাজনৈতিক দল, জাত পাত এবং রং হয় না। তাই ধর্ম একটাই মানব সেবা করা। আর এই মানব সেবা যদি সঠিকভাবে করা যায় তাহলে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়া সম্ভব হবে। পাশাপাশি সবকা সাথ সবকা বিকাশ বাস্তবায়ন হবে। শনিবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত রক্তদান শিবিরে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রীর উদ্বেগ প্রকাশ করে বলেন রক্তদান শিবিরে মহিলাদের সংখ্যা নগণ্য।

 কিন্তু মহিলারাই সবচেয়ে বেশি রক্তস্বল্পতায় ভুগে। মহিলারা নিয়মিত সঠিকভাবে খাওয়া দাওয়া না করার ফলে তাদের মধ্যে বেশি রক্তস্বল্পতা দেখা দেয়। তাই এই রক্তদান শিবিরের মহিলাদের অধিকভাবে এগিয়ে আসতে আহ্বান জানান মুখ্যমন্ত্রী। সরকারে কে আছে সেটা বড় বিষয় নয়। সমাজ পরিবর্তন করতে যারা এগিয়ে আসবে তাদের সাথে এই সরকার থাকবে। সেই দিশায় কাজ করছে সরকার বলেন মুখ্যমন্ত্রী শ্রী সাহা। তিনি বলেন স্কুল, কলেজে নেশা মুক্ত সমাজ গড়তে জনসচেতনতা কর্মসূচি সংগঠিত হলেও খামতি রয়েছে। তাই নেশার বিরুদ্ধে আরো বেশি সক্রিয় ভূমিকা পালন করার জন্য এগিয়ে আসতে হবে। যারা এর বিরুদ্ধে সামাজিক আন্দোলনে নামবে তাদের পাশে রয়েছে সরকার। এভাবে নেশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। আয়োজিত এদিনের রক্তদান শিবিরে এছাড়াও উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য