স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ এপ্রিল : ৬ এপ্রিল ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস। তারই অঙ্গ হিসেবে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত বিভিন্ন সামাজিক কর্মসূচি হাতে নিয়েছে দলের কার্যকর্তারা। তাই শুক্রবার সকালে নয় বনমালীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চন্দ্রপুর বাজারে এক স্বচ্ছ ভারত অভিযানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি তথা গত বিধানসভায় নির্বাচনে এলাকার বিজিতা প্রার্থী রাজীব ভট্টাচার্য। তিনি জানান, সপ্তাহব্যাপী যে কর্মসূচি গ্রহণ করেছে দল, তারই অঙ্গ হিসেবে ২৫ নং ওয়ার্ডের উদ্যোগে এই স্বচ্ছ ভারত অভিযান সংগঠিত করা হয়। মূল লক্ষ্য হলো শুধু দলের জন্য কাজ করা নয়, সমাজের জন্যও ভারতীয় জনতা পার্টি কাজ করে বলে জানান তিনি।
এদিকে সপ্তাহব্যাপী কর্মসূচি অঙ্গ হিসেবেই এই বিধানসভা কেন্দ্রের ২২ নং ওয়ার্ডের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন কাউন্সিলর হিমানী দেববর্মা, মহিলা মোর্চার সভানেত্রী ঝর্না দেববর্মা সহ অন্যান্যরা। লাল বাহাদুর দিঘির চারপাশে প্রায় ৬০ টি গাছের চারা রোপন করা হয়।
সামাজিক ন্যায় সপ্তাহের অঙ্গ হিসেবে এদিন সদর শহর জেলা যুব মোর্চার নির্দেশে চন্দ্রপুর আইএসবিটি-র সামনে এক স্বচ্ছ ভারত অভিযান অনুষ্ঠিত হয়। পাশাপাশি পথচারী ও শ্রমিকদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। এ বিষয়ে জানান সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য।