স্যন্দন ডিজিটেল ডেস্ক,৭ এপ্রিল: ভারতে একের পর এক নানান ধরনের বিদেশি সংস্থা হয় তদন্তের মুখোমুখি হচ্ছে অথবা বন্ধ হয়ে যাচ্ছে। যেমন মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বন্ধ হয়ে গেছে এবং আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে।এরই মধ্যে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরেকটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা অক্সফাম ইন্ডিয়ার বিরুদ্ধে তদন্তের সুপারিশ করল। ভারতের অভ্যন্তরীণ তদন্তকারী সংস্থা সিবিআইকে (সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন) দিয়ে এই তদন্তের সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।অক্সফাম ইন্ডিয়ার বিরুদ্ধে ২০১০ ফরেন কনট্রিবিউশন (রেগুলেশন) বা বিদেশি অনুদান বিধিবিষয়ক নিয়মাবলি লঙ্ঘনের অভিযোগ রয়েছে। তারা বহু সংস্থার সঙ্গে আর্থিক লেনদেনে আইন–বহির্ভূতভাবে জড়িত বলে জানানো হচ্ছে। ২০২০ সালের ২৯ সেপ্টেম্বর থেকে এ ধরনের লেনদেন নিষিদ্ধ করেছে কেন্দ্রীয় সরকার। কিন্তু তারপরও অক্সফাম ইন্ডিয়া এ ধরনের লেনদেন চালিয়ে যাওয়ার কারণেই তদন্তের সুপারিশ করা হয়েছে বলে সূত্র মারফত জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।গত জানুয়ারি মাসে অক্সফামের একটি রিপোর্ট প্রকাশ্যে আসে, যেখানে তারা বলে, গত ১০ বছরে (২০১২-২০১১) ভারতে যে সম্পদ তৈরি হয়েছে, তার ৪০ শতাংশের বেশি সে দেশের মানুষের ওপরের দিকের মাত্র ১ শতাংশের হাতে গেছে।প্রতিবেদনে বলা হয়েছিল, ওই একই সময়ে ভারতের ৫০ শতাংশ মানুষের কাছে মাত্র ৩ শতাংশ সম্পদ পৌঁছেছে। এই ৫০ শতাংশ মানুষ সমাজের নিচের দিকের দরিদ্র অংশ। এর ফলে ভারতে ক্ষুধার্ত মানুষের সংখ্যা ১৯ কোটি থেকে বেড়ে ৩৫ কোটি হয়েছে বলেও প্রতিবেদনে জানানো হয়।অক্সফামের প্রতিবেদনে আরও বলা হয়, ব্যবসায়িক সংস্থার ওপর চাপানো কর, সাধারণ কর মওকুফ এবং অন্যান্য সুযোগ-সুবিধার মাধ্যমে ধনীদের সুবিধা করে দেওয়া হয়েছে।