Friday, March 29, 2024
বাড়িরাজ্যলোকসভা নির্বাচনকে সামনে রেখে ভাজপার দেওয়াল লিখন

লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভাজপার দেওয়াল লিখন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ এপ্রিল। দিল্লির হাই কমান্ডের নির্দেশে প্রদেশ বিজেপির পক্ষ থেকে লোকসভা নির্বাচন নিয়ে ইতিমধ্যেই প্রস্তুতি নেওয়া শুরু হয়ে গেছে। কারণ ত্রিপুরার দুটি আসন নিয়ে সিরিয়াস দিল্লি। দলের প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে ময়দানে নেমেছেন প্রদেশ স্তরে নেতৃত্ব। উল্লেখ্য আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রদেশ বিজেপির উদ্যোগে বৃহস্পতিবার থেকে নির্বাচনী কাজ শুরু করে দেওয়া হয়েছে। এইদিন বিজেপির প্রতিষ্ঠা দিবস। তাই দলের প্রতিষ্ঠা দিবসের দিন থেকে শুরু করা হয়েছে নির্বাচনী কাজ। নির্বাচনী কাজের অঙ্গ হিসাবে এইদিন প্রদেশ বিজেপির উদ্যোগে দেওয়াল লিখন কর্মসূচী পালন করা হয়। প্রদেশ বিজেপি কার্যালয়ে প্রবেসের রাস্তার পাশের দেওয়ালে এইদিন বিজেপির প্রতিক অঙ্কন করা হয়। এবং লেখা হয় আবারও একবার বিজেপি সরকার, আবারও একবার মোদী সরকার। এইদিনের দেওয়াল লিখন কর্মসূচিতে বিজেপি দলের কার্যকরতাদের সাথে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। এক সাক্ষাৎকারে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য জানান ১৯৮০ সালের ৬ এপ্রিল বিজেপি দলের প্রতিষ্ঠা হয়। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর হাত ধরে বিজেপি দলের সূচনা হয়েছিল। বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে দিনটিকে পালন করা হচ্ছে। তিনি আরও জানান ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রদেশ বিজেপির নির্বাচনী কাজ বৃহস্পতিবার থেকে শুরু করা হয়েছে। দেওয়াল লিখনের মধ্য দিয়ে নির্বাচনী কাজ শুরু করা হয়েছে। রাজ্য স্তরের পাশাপাশি জেলা, মণ্ডল ও বুথ স্তরেও দেওয়াল লিখনের কাজ এইদিন থেকে শুরু হয়েছে। লোকসভা নির্বাচনে রাজ্যের দুইটি আসন থেকে বিজেপি প্রার্থীরা জয়ী হবে বলেও জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য