Thursday, March 23, 2023
বাড়িরাজ্যবিরোধীদের দেখা মিলছে না : টিংকু রায়

বিরোধীদের দেখা মিলছে না : টিংকু রায়

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ মার্চ :  রাজ্যের মানুষ গত পাঁচ বছর জনকল্যাণমুখী সরকারের কাজের নিরিখে দ্বিতীয়বার বিজেপি ও আইপিএফটি জোট সরকার প্রতিষ্ঠিত করার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু যারা বলেছিল সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বিজেপি প্রতিষ্ঠিত হবে না, এখন তাদেরই দেখা পাওয়া যাচ্ছে না। শনিবার ৪ বড়জলা মন্ডলের উদ্যোগে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরে এ কথা বললেন মন্ত্রী টিংকু রায়।

 তিনি বলেন, গত পাঁচটি বছর বিজেপি ও আই পি এফ টি জোট সরকার মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থানের দিকে গুরুত্ব দিয়ে মৌলিক চাহিদা পূরণ করেছে। ২০১৮ সালের আগে দীর্ঘ ২৫ বছর রাজ্যে বামেদের সরকার পরিচালনা দেখে মানুষ আর তাদের পুনরায় প্রতিষ্ঠিত করেনি। রাজ্যের বর্তমানে রক্তের চরম সংকট সম্পর্কে তিনি বলেন সরকার মানুষের জন্য। তাই বিজেপি রক্তের সংকট হতে দেবে না। সময়ের সময়ে রক্তদান করবে দলের কর্মীরা। সকলে যাতে রক্তদান করতে এগিয়ে আসে তার জন্য আহ্বান জানান তিনি। তবে এদিন তিনি রাজ্যের ব্যবসায়িক সমিতি, সামাজিক সংস্থা ও ক্লাব গুলিকে রক্তদানে এগিয়ে আসতে আহ্বান জানান। তারা মানুষের পাশে দাঁড়ালে রক্তের সংকট আর হবে না। মানুষকে ব্লাড ব্যাংকে গিয়ে ফিরে আসতে হবে না বলে অভিমত ব্যক্ত করলেন টিংকু রায়। এদিনের আয়োজিত রক্তদান শিবিরে এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিজিত প্রার্থী ডাক্তার দিলীপ দাস, যুব মোর্চার সভাপতি সহ অন্যান্যরা। অনুষ্ঠানে উপস্থিত সকলের পরবর্তী সময়ে রক্তদান শিবিরটি পরিদর্শন করে রক্তদাতাদের উৎসাহিত করেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য