স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ মার্চ : বৃহস্পতিবার ডুকলি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান অজয় কুমার দাস পদত্যাগ করলেন। এদিন তিনি জেলা পঞ্চায়েত অফিসারের কাছে পদত্যাগ পত্রটি দাখিল করেন। তবে কি কারণে তিনি পদত্যাগ করেছেন সে বিষয়টা নিয়ে স্পষ্ট করে উল্লেখ করেননি। এদিকে এলাকার বিধায়ক রাম প্রসাদ পালের কাছে এ বিষয়ে সাংবাদিক সম্মেলনে জানতে চাইলে তিনি বলেন অজয় দাস পদত্যাগ করেছেন বলে অবগত নয়।
সূত্রে খবর ১৮ সূর্যমনিনগর বিধানসভা কেন্দ্রে শাসক দলের অশান্তি ক্রমশ নয়া রসায়ণ সৃষ্টি করছে। উপর মহলের চাপে পড়ে বাধ্য হচ্ছে বহু জনপ্রতিনিধি পদত্যাগ করতে। এলাকায় যারা দীর্ঘ পাঁচ বছর সুট ব্যুট পরে এসি গাড়ি দিয়ে ঘুরাফেরা করতেন তারা এখন পদত্যাগ করে বাড়িতে বসে আছেন। দলীয় কাজে বিধায়কের সামনে গিয়ে দাঁড়ানোর সাহসটুকু পর্যন্ত পাচ্ছেন না। বিধায়কের অরোপ তাদের জন্য কম ভোটে তিনি বৈতরণী পার হয়েছেন। আবার মনে করছেন কেউ কেউ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন। তাই চাপে পড়ে চলছে যা খুশি। এ বিষয়ে কেউ মুখ খোলার সাহস পাচ্ছে না। এমনটাই দলীয় সূত্রে খবর। সূত্রে আরো খবর বিজেপির বহু বুথ সভাপতি পর্যন্ত ইতিমধ্যে পদত্যাগ করতে প্রস্তুত হয়ে আছেন।