স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ মার্চ : শান্তিরবাজার জেলা হাসপাতালে অনির্দিষ্টকালের জন্য কর্ম বিরতিতে নামলো সাফাই কর্মীরা। বুধবার সকালবেলা থেকে শান্তিরবাজার জেলা হাসপাতালে অনির্দিষ্ট কালের জন্য কর্ম বিরতিতে নামলো সাফাই কর্মীরা। শান্তির বাজার জেলা হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে সাফাই কর্মীরা।
বর্তমানে জেলা হাসপাতালে ২৫ জন সাফাই কর্মী রয়েছে। তাদের অভিযোগ কে ডি এস কোম্পানি তাদের প্রায় আড়াই মাসের বকেয়া বেতন দিচ্ছে না। সাফাই কর্মীরা জানান তারা বিগত কয়েক বছর যাবৎ জেলা হাসপাতালে কাজ করে যাচ্ছেন। তারা এখনো জানে না তাদের মাসিক বেতন কত। সাফাই কাজের জন্য দেওয়া হয় না কোন পোশাক। কর্তৃপক্ষ কোন খোঁজ খবর রাখেনা তাদের। ন্যায্য বেতন প্রদান, পোশাক ও বেতন কাঠামো সম্পর্কে অবগত করার দাবী জানায় তারা। এই দাবির মান্যতা না দেওয়া পর্যন্ত কর্ম বিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন সাফাই কর্মীরা।