স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ মার্চ : বুধবার নজরুল কলাক্ষেত্রে ললিত কলা একাডেমীর উদ্যোগে কাঠ খোদাই শিবিরের শুভ উদ্বোধন করেন মন্ত্রী টিংকু রায় এবং শুক্লাচরণ নোয়াতিয়া। প্রদীপ প্রজ্জ্বলন করে মন্ত্রী টিংকু রায় বক্তব্য রেখে বলেন, রাজ্যের ছেলে মেয়েদের মধ্যে মেধা রয়েছে। এই মেধা তাদের কাজে লাগাতে লড়াই করে টিকে থাকতে হবে।
মন্ত্রী আরো বলেন, ছেলেমেয়েদের তৈরি করা আর্ট বাজারজাত করে কিভাবে তাদের আয় বৃদ্ধি করা যায় সে বিষয়ে সরকার ভাবছে। কারণ এই পেশায় যারা কাজ করছেন তারা আর্থিকভাবে অনেকটাই পিছিয়ে রয়েছে। সরকারের মূল লক্ষ্য হলো পজেটিভ ভাবে শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তোলার। এর জন্য সরকার শিক্ষা সংস্কৃতি এবং আট সহ সব ক্ষেত্রেই গুরুত্ব দিয়ে চলেছে। মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া এই দিনের অনুষ্ঠানের অত্যন্ত প্রশংসা করেন। তিনি বলেন এ ধরনের অনুষ্ঠান রাজ্যের শিল্পীদের আরও বেশি উৎসাহিত করবে। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন দিল্লি ললিত কলা একাডেমীর চেয়ারম্যান ভি নাগ দাস।