নয়াদিল্লি, ১৫ মার্চ (হি.স.) : বিদেশি আইনজীবী এবং আইনি সহায়তাকারী সংস্থাগুলিকে ভারতে কাজ করার ছাড়পত্র দিল বার কাউন্সিল অফ ইন্ডিয়া। আইনি ক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে বার কাউন্সিল অফ ইন্ডিয়া বিদেশি আইনজীবী এবং আইনি সহায়ক সংস্থাগুলিকে পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে কাজের অনুমুতি দিয়েছে।
বুধবার কাউন্সিলের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, এই পদক্ষেপ ভারতকে কোনও অসুবিধার মুখে ফেলবে না। বরং প্রাথমিক ভাবে মোকদ্দমাবিহীন আইনি পরামর্শ সংক্রান্ত বিষয়গুলিতে এবং আন্তর্জাতিক সালিশি মামলাগুলির ক্ষেত্রে দেশ অনেক উপকৃত হবে। বিদেশি আইনজীবী এবং ল’ফার্মগুলি ভারতে কাজ করার সুযোগ পেলে দেশের আইনজীবী এবং সশ্লিষ্ট সংস্থাগুলি পেশাগত প্রতিযোগিতায় কোনওরকম ক্ষতির সম্মুখীন হবে না বলেও জানিয়েছে বার কাউন্সিল। বিসিআইয়ের তরফে জানানো হয়েছে। সঙ্গে এও জানানো হয়েছে, ‘বার কাউন্সিল অফ ইন্ডিয়া রুলস ফর রেজিস্ট্রেশন অ্যান্ড রেগুলেশন ফর ফরেন লইয়ার্স অ্যান্ড ফরেন ল’ফার্মস ইন ইন্ডিয়া ২০২২’ বিধি চালু করার প্রস্তুতি শুরু করেছে।