Sunday, March 23, 2025
বাড়িরাজ্যনারীদের অধিকার সুরক্ষার দাবি জানান রমা দাস

নারীদের অধিকার সুরক্ষার দাবি জানান রমা দাস

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ মার্চ : সারাদেশে নারীদের সম্মান বিপন্ন। হাজার হাজার মেয়ের সম্মান আজ লুণ্ঠিত হয়ে যাচ্ছে। পাশবিক লালসার শিকার। কিন্তু কোন প্রতিকার নেই। বিচারের বাণী নীরবে নিভুতে কাঁদে। এবং সরকারের কোন ভূমিকা নেই বলে উদ্বেগ প্রকাশ করলেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির নেত্রী রমা দাস। বুধবার প্যারাডাইস চৌমুহনি এলাকায় সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির পক্ষ থেকে আয়োজিত সভায় তিনি আরো বলেন নির্বাচনের সময় রাজ্যে চার শতাধিকের কাছাকাছি মহিলা পাশবিক লালসার শিকার হয়েছে।

 গত পাঁচ বছরে ত্রিপুরা রাজ্যে বিজেপি ও আইপিএফটি জোট সরকারের আমলে নারীদের অধিকার বিপর্যস্ত হয়ে পড়েছে বলে অভিযোগ পেলেন রমা দাস। পাশাপাশি রাজ্যের প্রত্যন্ত এলাকা গুলির প্রসঙ্গে তিনি বলেন, জনজাতি এলাকাগুলিতে অভাব অনটন চরম রূপ ধারণ করেছে। বেকার যুবক যুবতীরা কাজের জন্য হন্য হয়ে ঘুরছে। যা সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের ফলাফলে প্রকাশ্যে এসেছে। ২০১৮ সালে যেসব প্রতিশ্রুতি দিয়ে সরকার গড়েছিল তা কোনটাই পালন করতে পারে নি। শুধু অনৈতিকতার উপর ভিত্তি করে ছিল এই সরকার। এবং এই নির্বাচনে তারা নানা পদ্ধতি করে জয়ী হতে হয়েছে। এখন সরকারে ফিরে বিজয় উল্লাস করার জন্য মানুষের কাছ থেকে চাঁদা আদায় করছে। নাহলে মানুষের বাড়ি ঘর জবরদখল করতে চাইছে। এর তীব্র সমালোচনা করেন তিনি। গত ২ মার্চের পর ত্রিপুরা আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছে। নারী দিবস উপলক্ষে আজকে এই অনুষ্ঠান থেকে শপথ নিতে হবে এই সরকারের বিচার করবে জনগণ। আয়োজিত সমাবেশে এদিন এছাড়া উপস্থিত ছিলেন সি আই টি ইউ রাজ্য সভাপতি মানিক দে, পাঞ্জালী ভট্টাচার্যী সহ অন্যান্য নেতৃত্ব।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য