Sunday, March 16, 2025
বাড়িরাজ্যশপথ গ্রহণ করলেন প্রোটেম স্পিকার

শপথ গ্রহণ করলেন প্রোটেম স্পিকার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ মার্চ : পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার বিধানসভার প্রোটেম স্পিকার হিসাবে শপথ গ্রহণ করলেন বিধায়ক বিনয় ভূষণ দাস। রাজভবনে বিনয় ভূষণ দাসকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল সত্যদেও নারায়ন আর্য। উল্লেখ্য, ২ মার্চ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর ইতিমধ্যে শপথ গ্রহণের পর নিজ নিজ দপ্তরের দায়িত্ব গ্রহণ করেছে মন্ত্রী সভার সদস্যরা। এইবার নিয়ম মেনে বিধানসভার প্রোটেম স্পিকার হিসাবে শপথ গ্রহণ করলেন বিধায়ক বিনয় ভূষণ দাস।

বুধবার রাজভবনে বিনয় ভূষণ দাসকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল সত্যদেও নারায়ন আর্য। জাতীয় সংগীত পরিবেশন করে শপথ বাক্য পাঠ করার অনুষ্ঠানের সূচনা হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, অর্থ মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়, বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ সহ মন্ত্রী সভার অন্যান্য সদস্য সদস্যারা। একই সাথে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব জেকে সিনহা সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। এইদিন শপথ গ্রহণের মধ্য দিয়ে বিধানসভার প্রোটেম স্পিকারের দায়িত্ব গ্রহণ করেন পানিসাগরের বিধায়ক বিনয় ভূষণ দাস। অনুষ্ঠানের শেষে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা নয়া প্রোটেম স্পিকারকে পুষ্পস্তবক হাতে তুলে দিয়ে শুভেচ্ছা জানান। বৃহস্পতিবার বিজেপি, সিপিআইএম এবং কংগ্রেসের বিধায়করা বিধানসভায় শপথ গ্রহণ করবেন। শুক্রবার প্রোটেম স্পিকারের কক্ষে শপথ গ্রহণ করবেন তিপ্রা মথার ১৩ জন বিধায়ক, বিধায়িকারা। তাঁদেরকে শপথ বাক্য পাঠ করাবেন প্রোটেম স্পিকার বিনয় ভূষণ দাস। জানা গেছে তিপ্রা মথা দলের বিধায়করা শুক্রবার শপথ গ্রহণ করবেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য