Friday, April 19, 2024
বাড়িরাজ্যশুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা

শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ মার্চ : বুধবার থেকে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসার জন্য আবেদন জানিয়েছে ৪০৮ টি বিদ্যালয় থেকে ৩৩ হাজার ৯২ জন। তারা পরীক্ষায় বসেছে ৬৪ টি কেন্দ্রের ১১২ টি ভেন্যুতে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হবে ১৯ এপ্রিল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে মাদ্রাসা ফাজিল পরীক্ষায় বসার জন্য আবেদন করেছিল ৩ টি মাদ্রাসা থেকে ৬২ জন। তাদের পরীক্ষা হচ্ছে ৩ টা কেন্দ্রের ৩ টা ভেন্যুতে। তাদের পরীক্ষা শেষ হবে ৫ এপ্রিল। বুধবার সমগ্র রাজ্যের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র গুলিতে এক যোগে শুরু হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা। প্রথম দিন অনুষ্ঠিত হয় ইংরেজি বিষয়ের পরীক্ষা।

এইদিন রাজধানীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্র গুলি সরজমিনে ঘুরে দেখেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ড. ভবতোষ সাহা। বিভিন্ন পরীক্ষা কেন্দ্র গুলি পরিদর্শনকালে তিনি কথা বলেন পরীক্ষার্থীদের সাথে। পরে তিনি এক সাক্ষাৎকারে জানান বুধবার থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এইদিন ইংরেজি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রশ্ন সহজ হয়েছে। তিনি আরও জানান আগরতলা শহরে উচ্চ মাধ্যমিকের ২০ টি পরীক্ষা কেন্দ্র রয়েছে। সমগ্র রাজ্যে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা কেন্দ্র রয়েছে ৬৪ টি। ভেন্যু রয়েছে ১১২ টা। এই বছর ছাত্রদের থেকে ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা বেশি বলেও জানান তিনি। ছাত্র-ছাত্রীদের সুবিধার জন্য সব ব্যবস্থা রাখা হয়েছে। পরীক্ষা কেন্দ্র গুলিতে পানীয় জলের ব্যবস্থা রাখা হয়েছে। কোন পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তার জন্যও প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান পর্ষদ সভাপতি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য