Sunday, March 23, 2025
বাড়িরাজ্যত্রিপুরেশ্বরী মন্দির চত্বরে মহিষের তাণ্ডব লীলায় আহত ১, ক্ষয়ক্ষতি বহু

ত্রিপুরেশ্বরী মন্দির চত্বরে মহিষের তাণ্ডব লীলায় আহত ১, ক্ষয়ক্ষতি বহু

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ মার্চ :  মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে মঙ্গলবার বীরচন্দ্র মনু থেকে রামজয় রিয়াং নামে এক পুর্নার্থী মায়ের কাছে মানদ করে বলির জন্য একটি মহিষ নিয়ে আসে। কিন্তু মহিষটি আচমকা রামজয়ের হাত থেকে ফসকে এলোপাতাড়ি দৌড়তে থাকে। তখন মহিষের তান্ডবে পাঁচটি বাইক, রাজু পালের দোকান সহ একটি বাড়ির কিছু অংশ নষ্ট হয়। ভয়ে মন্দিরে পূজা দিতে আসা পুর্নার্থী সহ এলাকার লোকজন ও দোকানীরা ভয়ে দৌড়ে নিজেদের আত্মরক্ষার জন্য চেষ্টা করতে থাকে।

 মহিষের তান্ডবে বিশ্বজিৎ দাস নামে এক জন যুবক আহত হয়। অপর দিকে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক মিঠুন দাস জানান, মহিষের তান্ডবে তার বাড়ির বেশ ক্ষতি হয়েছে। এদিকে মহিষটিকে নিজেদের বাগে আনার জন্য এলাকার যুবকরা বেশ কিছুক্ষণ চেষ্টা করার পর নিজেদের বাগে এনে জাতীয় সড়কের পাশে একটি বিদ্যুতের খুঁটির সাথে  বেঁধে রাখেন। এই ঘটনায় খবর পেয়ে রাধাকিশোরপুর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। এদিন মহিষের তান্ডব নিয়ে মাতাবাড়ি চত্বরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের দাবি ক্ষতিগ্রস্ত সকলকে আর্থিক সহযোগিতা করার।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য