Wednesday, March 26, 2025
বাড়িরাজ্যজমি বিবাদ ঘিরে মৃত্যু বৃদ্ধার

জমি বিবাদ ঘিরে মৃত্যু বৃদ্ধার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ মার্চ :  জমি বিবাদকে কেন্দ্র করে মৃত্যু হল এক বৃদ্ধার। ঘটনা বুধবার বীরগঞ্জ থানার অন্তর্গত রাঙ্গামাটি এলাকায়। ঘটনার বিবরণী জানা যায়, এদিন এলাকার বাসিন্দা সাধনা বালা দাসের একটি দখল জমি রয়েছে, দীর্ঘ বছর আগে থেকেই এই জমিতে কাজকর্ম করছেন সাধনা বালা দাস। কিন্তু সেই জায়গাটি ইদানিংকালে দখল নেওয়ার চেষ্টা শুরু করে এলাকারই পার্শ্ববর্তী বাসিন্দা ঝুটন দাস। বুধবার ঝুটন দাস সাধনা বালা দাসের জায়গাটি দখল করে সাফাই করে নেয়। বিষয়টি সাধনা বালা দাস দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানান।

সাধনা বালা দাস বলেন দীর্ঘ বছর আগে থেকেই জায়গাটি তার দখলে রয়েছে। এরই মধ্যে দুইজন বিতর্কে জড়িয়ে পড়েন। অভিযোগ এরপর ঝুটন দাস একটি লাঠি দিয়ে সাধনা বালা দাসের মাথায় আঘাত করেন। এতেই রক্তাক্ত অবস্থায় সংজ্ঞা হারিয়ে মাটিতে পড়ে যান সাধনা বলা দাস। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে নিয়ে আসা হয় সাধনা বালা দাসকে। বুধবার রাতে ১১ টার নাগাদ মৃত্যুর কোলে ঢলে পড়ে সাধনা বালা দাস নামে আহত মহিলা। বৃহস্পতিবার ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয় সাধনা বালা দাসের মৃতদেহ। পরিবারের তরফ থেকে জানান হয় এই ঘটনায় অভিযুক্ত ঝুটন দাসের বিরুদ্ধে থানায় অভিযোগ জানানো হয়েছে। বীরগঞ্জ থানার পুলিশ ঘটনা তদন্ত করছে। এই ঘটনায় জড়িত ঝুটন এবং ঝুটনের পুরো পরিবারের কঠোর শাস্তি দাবি করল মৃতের পরিবার।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য