Sunday, March 23, 2025
বাড়িরাজ্যশপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে রাজ্যে আসলেন স্বরাষ্ট্রমন্ত্রী ও রাষ্ট্রীয় সভাপতি

শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে রাজ্যে আসলেন স্বরাষ্ট্রমন্ত্রী ও রাষ্ট্রীয় সভাপতি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ মার্চ : বুধবার স্বামী বিবেকানন্দ ময়দানে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন রাজ্য মন্ত্রীসভার সদস্য সদস্যারা শপথ গ্রহণ করবেন। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্‌, বিজেপি’র রাষ্ট্রীয় সভাপতি সহ অন্যান্যরা। ইতিমধ্যে স্বামী বিবেকানন্দ ময়দানে চূড়ান্ত প্রস্তুতি সেরে নেওয়া হয়েছে।

 শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য মঙ্গলবার বিকালে রাজ্যে পৌঁছে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্‌ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। এইদিন এমবিবি বিমান বন্দর থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির রাষ্ট্রীয় সভাপতি সোজা চলে যান রাজ্য অতিথিশালায়। সেখানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির নেতৃত্বরা। সূত্রের খবর নতুন মন্ত্রীসভায় কারা কারা স্থান পাবেন সেই বিষয়ে দলের শীর্ষ নেতৃত্বদের সাথে আলোচনা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির রাষ্ট্রীয় সভাপতি।

মন্ত্রীসভায় স্থান পাওয়া সদস্য সদস্যাদের মধ্যে দপ্তর বণ্টন নিয়েও আলোচনা হতে পারে। এছাড়াও বিজেপি দলের হয়ে নির্বাচিত বিধায়কদের সাথেও তারা আলোচনা করতে পারেন বলে খবর। উল্লেখ্য, বুধবার আগরতলায় পরবর্তী মুখ্যমন্ত্রীকে শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল সত্যদেও নারায়ণ আর্য। আর সেই কর্মসূচিতে হাজির থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আগরতলায় স্বামী বিবেকানন্দ ময়দানে নয়া সরকারের শপথগ্রহণ হবে। সেখানে ইতিমধ্যেই মঞ্চ বাঁধার কাজও শুরু হয়ে গিয়েছে। তাৎপর্যপূর্ণ ভাবে এ বারের বিধানসভা ভোটে মুখ্যমন্ত্রী হিসাবে কাউকে তুলে ধরেনি বিজেপি। বরং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিককে বিধানসভা ভোটে দাঁড় করিয়ে জল্পনা উস্কে দিয়েছিল তারা। প্রাক্তন সিপিএম মুখ্যমন্ত্রী মানিক সরকারের বিধানসভা কেন্দ্র ছিনিয়ে এনে এ বার নতুন সমীকরণের সম্ভাবনা উস্কে দিয়েছেন প্রতিমা। শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীত্ব না পেলেও তিনি এবার মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ স্থান পেতে পারেন বলে মনে করা হচ্ছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য