Friday, March 29, 2024
বাড়িরাজ্যমাধ্যমিকের পরীক্ষার্থীর সংখ্যা কমেছে, বেড়েছে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীর সংখ্যা

মাধ্যমিকের পরীক্ষার্থীর সংখ্যা কমেছে, বেড়েছে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীর সংখ্যা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ ফেব্রুয়ারি : আগামী ১৫ ও ১৬ মার্চ থেকে এবছর উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। মাধ্যমিকে নথিভুক্ত  পরীক্ষার্থীর সংখ্যা ৩৮,১১৬ জন এবং উচ্চমাধ্যমিকে নথীভুক্ত পরীক্ষার্থীর সংখ্যা ৩৩,৪৩৫ জন। এবছর মাধ্যমিকে গতবারের তুলনায় ৫০০০ পরীক্ষার্থী কম রয়েছে। অন্যদিকে উচ্চ মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা বেশি। মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা কমার মূল কারণ হচ্ছে একটা বড় সংখ্যক বিদ্যালয় টি বি এস সি থেকে সি বি এস সি -তে উন্নত হয়েছে। অন্যদিকে উচ্চমাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ার মূল কারণ হচ্ছে এই  পরীক্ষার্থীরা ২০২১ সালে মাধ্যমিক উত্তীর্ণ হয়েছিল।

সেই বছর করোনার পরিস্থিতির কারণে সকলকে পাস  করিয়ে দেওয়া হয়। তাই এবছর উচ্চমাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা বেশি।  বুধবার সাংবাদিকদের জানান মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি ড. ভবতোষ সাহা। উচ্চ মাধ্যমিক পরীক্ষা ১৫ মার্চ থেকে শুরু হয়ে শেষ হবে ১৯ এপ্রিল। ৫ এপ্রিলের মধ্যে মেজর পরিক্ষাগুলি শেষ হয়ে যাবে।  মাধ্যমিক পরীক্ষা ১৬ মার্চ থেকে শুরু হয়ে শেষ হবে ১৮ এপ্রিল । এদের মূল পরীক্ষাগুলি ২৮ মার্চের মধ্যেই শেষ হয়ে যাবে। এবছর মাদ্রাসা আলিমে পরীক্ষার্থীর সংখ্যা ১২১ জন। অন্যদিকে মাদ্রাসা ফাজিলে পরীক্ষার্থীর সংখ্যা ৬২ জন। পরীক্ষাকে কেন্দ্র করে সমস্ত ধরনের প্রস্তুতি নিয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ। আগামী সপ্তাহের মধ্যে উত্তরপত্র সমস্ত পরীক্ষা কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হবে। প্রশ্নপত্র পরীক্ষা শুরু হওয়ার এক সপ্তাহ আগে থেকে পাঠানো হবে বলে জানান তিনি। ২৩ থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত গুর্খাবস্তি স্থিত ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের কার্যালয় থেকে ছাত্র-ছাত্রীদের এডমিট কার্ড প্রদান করা হবে। স্কুলের দায়িত্বপ্রাপ্তরা এই এডমিট কার্ড সংগ্রহ করবেন। উচ্চ মাধ্যমিকে গত বছর ভেনু  ছিল ৫২ টি। এবছর তা হয়েছে ১১২ টি। মাধ্যমিকে ১৬২ টি ভেনু রয়েছে বলে জানান পরিষদের সভাপতি ড. ভবতোষ সাহা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য