স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ জানুয়ারি : মঙ্গলবার তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মনের হাত ধরে উজ্জয়ন্ত প্রসাদের সামনে মোবাইল মেডিক্যাল ইউনিটের সূচনা হয়। প্রদ্যোত কিশোর দেববর্মন সবুজ পতাকা নেড়ে মোবাইল মেডিক্যাল ইউনিটের সূচনা করেন। পরে প্রদ্যোৎ কিশোর দেববর্মণ বলেন এডিসি-তে ক্ষমতাসীন হওয়ার পর স্বাস্থ্য পরিষেবা ছিল বড় ইস্যু।
এই অবস্থায় অর্থের সংস্থান করে একটি বেসরকারি হাসপাতালে সঙ্গে চুক্তি করা হয়েছে। যারা এডিসি-তে পরিষেবা প্রদান করছে। খেরেংবার হাসপাতালে ১৮০০ জনকে তারা এখনো পর্যন্ত পরিষেবা প্রদান করেছে। অনেক মানুষ রয়েছে যারা হাসপাতাল মুখী হতে পারছেন না। আবার হাসপাতালে অনেককেই স্থান দেওয়া যাচ্ছে না। তাই এই সমস্ত এলাকা গুলিতে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে মোবাইল মেডিক্যাল ইউনিট খোলার পরিকল্পনা নেওয়া হয়। এই মেডিক্যাল ইউনিট গুলিতে আন্তর্জাতিক মানের পরিষেবা প্রদানের ব্যবস্থা রয়েছে। গ্রামাঞ্চলে গিয়ে মানুষকে চিকিৎসা পরিষেবা প্রদান করবে এই মোবাইল মেডিক্যাল ইউনিট গুলি বলে জানান শ্রী দেববর্মণ। এদিন ৩ টি মোবাইল মেডিক্যাল ইউনিটের সূচনা করেন তিনি।