স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ জানুয়ারি : বিজেপিকে হটাতে ময়দানে ক্রমশ তেজী হচ্ছে বামেরা। নিজেদের শক্তি জাহির করতে রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম ইঞ্চি ইঞ্চিতে লড়তে প্রস্তুত। মঙ্গলবার মুখ্যমন্ত্রী বিধানসভা কেন্দ্রে সিপিআইএমের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল সংঘটিত হয়। মিছিলের সামনের ব্যানারে ছিল বিজেপি হটাও।
আর এ শ্লোগান ছিল কর্মীদের মুখে মুখে। মিছিলে উপস্থিত ছিলেন সিপিআইএম পশ্চিম জেলা সম্পাদক রতন দাস। তিনি বলেন, আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মুখ্যমন্ত্রী বিধানসভা কেন্দ্র থেকেই গণতন্ত্রের পুনরুদ্ধারের আওয়াজ তোলা হয়েছে। গত পাঁচ বছরে ত্রিপুরা রাজ্যে মানুষের রুটি রোজি বিপন্ন হয়ে পড়েছে। তাই জনবিরোধী সরকারকে ত্রিপুরা রাজ্য থেকে হটাতে ময়দানে নেমেছে সিপিআইএম। স্বাধীনতার পর কখনো এত জনবিরোধী কোন সরকার রাজ্যে প্রতিষ্ঠিত হয়নি। তাই আজকের দিনে দাঁড়িয়ে মানুষের কাছে দাবি করা হচ্ছে যাতে ধর্ম নিরপেক্ষ সকল অংশের মানুষ এগিয়ে এসে বিজেপিকে পরাস্ত করে গণতান্ত্রিক একটি দল রাজ্যে প্রতিষ্ঠিত করার জন্য। এদিন মিছিলটি গান্ধী ঘাট থেকে শহরের বিভিন্ন পদ পরিক্রমা করে।