স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ জানুয়ারি : মন্ত্রীর এলাকায় শাসকদলের গুন্ডাগিরির অভিযোগ তুলে আগরতলা শহরের কৃষ্ণনগর স্থিত মন্ত্রীর বাসভবন ঘেরাও করে শক্তি জহির করল যুব কংগ্রেসের কর্মীরা। মন্ত্রী রতনলাল নাথের সাড়া না পেয়ে মন্ত্রীর গাড়ি রুখে রাস্তা অবরোধ করে যুব কংগ্রেস কর্মীরা। রাস্তায় বসে শুরু হয় মন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দিয়ে তীব্র প্রতিবাদ। যুব কংগ্রেস কর্মীদের অভিযোগ মকর সংক্রান্তির দিন মোহনপুর ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় কংগ্রেসের ডিজিটাল প্রচার সজ্জার গাড়ির উপর শাসকদলের দুর্বৃত্তরা আক্রমণ করে পচারসজ্জা নষ্ট করে দেয়।
ভাঙচুর করে বিভিন্ন জিনিসপত্র এবং লুট করে নিয়ে যায় প্রচারের কাজে ব্যবহৃত জেনারেটর। এই ঘটনার জন্য পুরোপুরি ভাবে দায়ী এলাকার বিধায়ক তথা আইনমন্ত্রী রতনলাল নাথ। তিনি এলাকায় সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে রেখেছেন। এরই পরিপ্রেক্ষিতে আজকে মন্ত্রীর বাড়ি ঘেরাও করে এন এস ইউ আই এবং যুব কংগ্রেস হুঁশিয়ারি দিতে এসেছে এভাবে আসন্ন বিধানসভা নির্বাচনের বৈতরণী পার হতে পারবেন না মন্ত্রী মশাই এবং রাজ্যের বর্তমান শাসক দল বিজেপি।
আসন্ন বিধানসভা নির্বাচনে আগে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে সন্ত্রাস করে মোহনপুর বিধানসভায় কেন্দ্রে কংগ্রেসকে আটকানো যাবে না। তাই সময় থাকতে যাতে সন্ত্রাস বন্ধ করে দেয়। দীর্ঘ পাঁচ বছরে এলাকায় বহু সন্ত্রাস করেছে তিনি। নারী ধর্ষণ থেকে শুরু করে দুর্বৃত্তদের দ্বারা বিভিন্ন অপরাধমূলক ঘটনা সংঘটিত হয়েছে এলাকায়। কিন্তু এই আইন মন্ত্রীর জন্য প্রকাশ্যে এখনো ঘুরছে অপরাধীরা। পরবর্তী সময় রাস্তা বসে থাকা এন এস ইউ আই এবং যুব কংগ্রেস কর্মী সমর্থকদের পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায়। যুব কংগ্রেস কর্মীরা এদিন মন্ত্রীকে হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দেন যদি অবিলম্বে সন্ত্রাস বন্ধ না করে তাহলে রুখে দাঁড়াবে কংগ্রেস। এদিন আন্দোলন নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রশাসনকে বেগ পেতে হয়।