স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ জানুয়ারি : ছাত্রছাত্রীর সংখ্যা ২ শতাধিকের অধিক। ক্লাস নিচ্ছে একজন শিক্ষকা। এই করুণ অবস্থাটি সোনামুড়া ঠাকুরমুড়া উচ্চ বিদ্যালয়ে। স্কুলের রেখা রানী চক্রবর্তী নামে এক শিক্ষিকার অভিযোগ স্কুলে রয়েছে প্রায় দুই শতাধিকের অধিক ছাত্র ছাত্রী। তিনি একের পর এক ক্লাস নিচ্ছেন ছাত্র-ছাত্রীদের। চলতি মাসে স্কুলের দুজন শিক্ষক শিক্ষিকা অবসর গ্রহণ করবেন।
তারপর বাকি থাকবে আর দুজন শিক্ষক শিক্ষিকা। কীভাবে স্কুল পরিচালনা হবে তা নিয়ে ব্যাপক চিন্তিত শিক্ষিকা। তিনি জানান, দায়িত্ব কেউ নিতে চাইছে না। আরো শিক্ষক শিক্ষিকা প্রয়োজন রয়েছে স্কুলে। কিভাবে স্কুল পরিচালনা হবে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছে বলে জানান তিনি। তবে আরো একবার ভালো করে স্পষ্ট হয়েছে বর্তমান মডেল শিক্ষা ব্যবস্থা।
এভাবেই খুড়িয়ে খুড়িয়ে চলছে পঠন পাঠন। আর মহাকরণে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষ থেকে বসে মন্ত্রী সাংবাদিক সম্মেলন করে আকাশ ছোয়া কথা বলে রাজ্যবাসীকে বোঝানোর চেষ্টায় ব্যস্ত। তবে বর্তমান শিক্ষা পরিস্থিতিতে কতটা তলানিতে গিয়ে ঠেকেছে সেটা ভালো বলতে পারবে ছাত্রছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকারাই। কিন্তু সরকারের বিরুদ্ধে মুখ খুললে শিক্ষক শিক্ষিকাদের হতে হবে শাস্তি মূলক বদলি। বুক ফাটে মুখ ফাটে না এমন ভাবেই চলছে মডেল রাজ্যের শিক্ষা ব্যবস্থা। এর সাক্ষী গোপাল খুদ অসহায় কচিকাচারা।