Saturday, April 20, 2024
বাড়িরাজ্যবেতন বৃদ্ধির দাবিতে ডেপুটেশন এল ডি সি- পদে চুক্তিবদ্ধ কর্মচারীর

বেতন বৃদ্ধির দাবিতে ডেপুটেশন এল ডি সি- পদে চুক্তিবদ্ধ কর্মচারীর

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ জানুয়ারি :  দীর্ঘ দাবি পূরণ হয়নি। অন্তিম মন্ত্রিসভার বৈঠকে আগে সরকার বেতন বৃদ্ধি করার দপ্তরের কাছে দাবি জানায় প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ প্রকল্পের সাথে যুক্ত থাকা ২৭ জন কম্পিউটার জানা এল ডি সি- পদে চুক্তিবদ্ধ কর্মচারী। তারা জানান, বেতন বৃদ্ধির দাবিতে বুধবার শিক্ষা অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করা হয়।

২০১২ সালের নভেম্বর মাসে শিক্ষা দপ্তরের অধীনে মিড ডে মিল প্রকল্পে ২৭ জন কম্পিউটার জানাকে এল ডি সি-পদে চুক্তিবদ্ধ কর্মচারী হিসাবে নিয়োগ দেওয়া হয়।  সেই সময় ন্যুনতম বেতন ছিল ৬৩৫০ টাকা। ৫ বছর পর বেতন কিছুটা বৃদ্ধি পায়। কিন্তু এই সময়ে শিক্ষা দপ্তরের অধীনে চুক্তিবদ্ধ কর্মচারীদের বেতন অনেকটাই বৃদ্ধি পেয়েছে। অথচ তারা ১১ বছর চাকুরী করার পরেও বেতন পাচ্ছেন ১৫,২৬২ টাকা। তাই রাজ্য সরকারের কাছে মানবিক দৃষ্টিতে বিচার করে বেতন বৃদ্ধির জন্য আবেদন জানান এই চুক্তিবদ্ধ কর্মচারীরা। বর্তমান বেতনে তাদের সংসার প্রতিপালন দুর্বিষহ হয়ে পড়েছে বলে জানান তারা। শিক্ষা অধিকর্তা জানান ফাইল পাঠিয়েছেন। বিষয়টি বিবেচনাধীন রয়েছে। তাদের বক্তব্য ছয় বছর পর সাত মাস আগে তাদের বেতন বৃদ্ধি পায় মাত্র ১৫২৬ টাকা। এল ডি সি স্কেল অনুযায়ী বেতন প্রদানের দাবি জানান এই চুক্তিবদ্ধ কর্মচারীরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য