স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ জানুয়ারি : কুয়াশার কারণে দ্রুতগামী লরি দুর্ঘটনার শিকার। ঘটনা জিরানিয়া থানাধীন ব্লক চৌমুহনি এলাকায়। জানা যায় গাড়িটি রবিবার ভোরে রাবার শিট নিয়ে বহির্রাজ্যের দিকে যাচ্ছিল। সে সময় গাড়ি চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বিদ্যুতিক খুঁটিতে ধাক্কা দিয়ে দুর্ঘটনায় পড়ে।
বিকট শব্দ পেয়ে আশপাশ এলাকার মানুষজন ছুটে এসে দেখে রাস্তার পাশে গাড়িটি উল্টে আছে। খবর দেওয়া হয় দমকল কর্মীদের। দমকল কর্মীরা আহত লরি চালককে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়। আহত চালক মাথায় এবং পায়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছে। পরবর্তী সময়ে জিলানিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।