স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ জানুয়ারি : রবিবার আগরতলা ক্যাপিট্যাল কমপ্লেক্স এলাকায় সচিবালয়ের পাশে নতুন রাজ্য পুলিশ মহা নির্দেশকের কার্যালয়ের ভূমি পূজন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ভুমি পূজন শেষে মুখ্যমন্ত্রী জানান নতুন রাজ্য পুলিশের মহা নির্দেশকের কার্যালয় নির্মাণের জন্য জমি দেখা হচ্ছিল।
কিন্তু জমির সন্ধান পাওয়া জাচ্ছিল না। অবশেষে সেই জায়গা পাওয়া গেছে। ক্যাপিট্যাল কমপ্লেক্স এলাকায় রাজ্য পুলিশ মহা নির্দেশকের নতুন কার্যালয় গড়ে উঠলে তা কাজের ক্ষেত্রে সহায়ক হবে। আগের স্থানে স্থান সংকুলান না হওয়ায় সমস্যা হচ্ছিল। নতুন স্থানে পরিধি বড় হওয়ায় কাজের গতি আগামী দিনে বৃদ্ধি পাবে আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। আগামী দিনে রাজ্যের জন্য ভাল হবে বলেও জানান তিনি। এক একর জমির উপর এই নতুন ভবন নির্মাণ করা হবে। তবে নিয়ম অনুযায়ী আরো জমির প্রয়োজন পড়বে। নব নির্মিত ভবনে রাজ্য পুলিশ মহা নির্দেশকের কার্যালয়ের সমস্ত দপ্তর পরবর্তী সময় ধারাবাহিক ভাবে স্থানান্তর করা হবে। রাজ্যের আইন শৃঙ্খলা ভাল রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। বিরোধীদের কাছে কোন ইস্যু না থাকায় মানুষকে বিভ্রান্ত করতে আইন শৃঙ্খার মিথ্যা ইস্যু তুলছে। তাতে নির্বাচনে লাভের লাভ কিছুই হবে না বলে জানান মুখ্যমন্ত্রী। এদিন ভুমি পূজন অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ মহা নির্দেশক অমিতাভ রঞ্জন সহ রাজ্য পুলিশের উচ্চ পদস্থ আধিকারিক।