Friday, March 29, 2024
বাড়িরাজ্যটি এস এফ -এর কালো দিবস উদযাপন

টি এস এফ -এর কালো দিবস উদযাপন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ জানুয়ারি :  নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে আন্দোলন করতে গিয়ে গত চার বছর আগে মাধববাড়ি এলাকায় পুলিশের গুলিতে আহত হয়েছিল আন্দোলনরত কর্মীরা। তারপর থেকে টি এস এফ -এর পক্ষ থেকে প্রতিবছর তিনটি কালো দিবস হিসেবে পালন করা হয়।

রবিবার সকালে অভয়নগর ব্রীজ স্থিত এলাকায় সংগঠনের পক্ষ থেকে হাতে কালো পতাকা নিয়ে কালোদিবস পালন করে কর্মী সমর্থকরা। কেন্দ্রীয় সরকার ২০১৬ সালে নাগরিকত্ব সংশোধনী বিল আনার উদ্যোগ নেয়। তারপর গোটা দেশে ২০১৯ সালে নেসোর ডাকে টি এস এফ প্রতিবাদে শামিল হয়েছিল কর্মী সমর্থকরা। তখন রাজ্য পুলিশ তাদের উদ্দেশ্যে গুলি করে মাধববাড়ি এলাকায়। শেষ পর্যন্ত আহতদের হাসপাতাল নিয়ে যাওয়ার সময় এম্বুলেন্স আটকে আন্দোলনকারীদের মারধর করা হয়েছে কিন্তু বিজেপির যেসব সংগঠনগুলি সেখানে ছিল তাদের বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা নেয়নি পুলিশ। সেই ৮ জানুয়ারি আজও ভুলা যায়নি। তাই তৎকালীন সরকার এবং পুলিশ প্রশাসনের বিরুদ্ধে দিনটি পালন করা হয়। এ ধরনের ঘটনা যদি আগামী দিনে ঘটে তাহলে বৃহত্তর আন্দোলনে নামবে টি এস এফ বলে হুশিয়ারি দেন তারা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য