Saturday, July 27, 2024
বাড়িরাজ্যকংগ্রেসের পতাকা নষ্ট করার নিয়ে উত্তেজনা উপমুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্রে

কংগ্রেসের পতাকা নষ্ট করার নিয়ে উত্তেজনা উপমুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্রে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ জানুয়ারি :  সন্ত্রাস যেন পিছু ছাড়ছে না বিশালগড় মহকুমা। চড়িলাম মধ্যপাড়া কংগ্রেসের প্রচার সজ্জার নষ্ট করল দুষ্কৃতিকারীরা। শনিবার গভীর রাতে এ কাণ্ড সংঘটিত করেছে শাসকদলের দুর্বৃত্তরা বলে অভিযোগ। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। জানা যায়, আসন্ন ২০২৩ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উপ মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্রে চড়িলাম ব্লক কংগ্রেসের উদ্যোগে মধ্যপাড়া এলাকায় কংগ্রেসের দলীয় পতাকা লাগিয়ে গোটা এলাকা সাজিয়ে তোলা হয়েছিল।

 কিন্তু গভীর রাতে কংগ্রেসের সমস্ত প্রচার সজ্জা নষ্ট করে দেয় শাসক দলের দুষ্কৃতিকারীরা বলে অভিযোগ। কংগ্রেস কর্মীরা জানান, সমস্ত দলীয় পতাকা ছিড়ে আগুন লাগিয়ে তছনছ করে দেয় গেরুয়া বাহিনীর দুর্বৃত্তরা। রবিবার সকাল বেলায় ঘটনা দেখতে পেয়ে কংগ্রেস কর্মীরা খবর দেয় বিশালগড় থানায়। বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। বিশালগড় থানায় অভিযুক্তদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে সুষ্ঠ তদন্তের দাবি জানান। অন্যদিকে সিপাহীজলা জেলা যুব কংগ্রেস সহ সভাপতি সমরজিৎ ভট্টাচার্যী এবং চড়িলাম ব্লক যুব কংগ্রেস কমিটির কার্যকারী সভাপতি লিটন ধর জানান, বর্তমান রাজ্যের শাসকদল এক প্রকার বুঝে গেছেন ২০২৩ বিধানসভা নির্বাচনে রাজ্যের জনগণ বিজেপি’কে পুনরায় ক্ষমতা দখল করার সুযোগ দেবেনা। ২০১৮ বিধানসভা নির্বাচনে রাজ্যের জনগণ ভুল করেছিল। তাই শাসক দল এগুলি করে সরকারের আসতে চাইছে। তবে রাজ্য রাজনীতিতে বিশালগড় মহাকুমা এক অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক সন্ত্রাস এবং হামলা-হুজ্জতি ঘটনা ক্রমশ বেড়ে চলেছে মহকুমায়। প্রশাসন ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য