স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ জানুয়ারি : রবিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ত্রিপুরা সরকারী কর্মচারী ফেডারেশন কতৃক অনুমোদিত ত্রিপুরা স্বাস্থ্য বিভাগীয় কর্মচারী সমিতির দ্বিতীয় ত্রি-বার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ত্রিপুরা সরকারী কর্মচারী ফেডারেশন মহাসচিব সমর রায় সহ সংগঠনের নেতৃত্বরা। পুর নিগমের মেয়র দীপক মজুমদার জানান ১৭ দফা দাবিকে সামনে রেখে ত্রিপুরা স্বাস্থ্য বিভাগীয় কর্মচারী সমিতির রাজ্য সম্মেলনের আয়োজন করা হয়েছে।
তিনি আরও জানান সরকারের সিদ্ধান্ত গুলি বাস্তবায়িত করার কাজ করে থাকে কর্মচারীরা। বিগত ২৫ বছর ধরে রাজ্যের কর্মচারীরা বঞ্চিত ছিল। রাজ্যের বর্তমান বিজেপি সরকার সরকারী কর্মচারীদের কথা মাথায় রেখে যত্নসহকারে কাজ করছে। কর্মচারীদের বিভিন্ন দাবি দাওয়া ইতিমধ্যে সরকার পূরণ করেছে। করোনার প্রকোপ চলাকালীন সময়ও সরকার কর্মচারীদের ৩ শতাংশ ডিএ প্রদান করেছে। সম্প্রতি সরকার কর্মচারীদের ১২ শতাংশ ডিএ প্রদান করেছে। তার থেকে প্রমান পাওয়া যায় সরকার কর্মচারীদের প্রতি কতটা মানবিক দৃষ্টিতে দেখছে। সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য সদস্যরা।