Monday, January 13, 2025
বাড়িরাজ্যশাসক দলের আগুনে পুড়লো সি পি আই এম কার্যালয়

শাসক দলের আগুনে পুড়লো সি পি আই এম কার্যালয়

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ জানুয়ারি : আবারো আক্রান্ত কমলপুর মানিক ভান্ডারের সিপিআইএম কার্যালয়। শনিবার রাত সাড়ে এগারোটা নাগাদ মানিকভান্ডার স্থিত সি পি আই এম কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা সংগঠিত করে শাসক দলের দুর্বৃত্তরা বলে অভিযোগ। এখন পর্যন্ত ষষ্ঠ বারের মতো এই সিপিআইএমের দলীয় কার্যালয়টি আক্রান্ত হয়েছে।

 ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ বিষয়ে সিপিআইএম মহকুমা কমিটির সম্পাদক অঞ্জন দাস জানান, সারা রাজ্যে বিজেপি ও আইপিএফটি জোট সরকারের উপর মানুষের ঘৃনা বাড়ছে। জন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এই শাসক দল। তাই এই পরিস্থিতিতে আবারো সিপিআইএমের দলীয় কার্যালয়টি মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে দুষ্কৃতিকারীরা। পাশাপাশি তিনি এদিন প্রশাসনের ভূমিকা প্রশ্ন মুখে দাঁড় করিয়ে বলেন, সারা রাজ্য থেকে বিরোধী রাজনৈতিক দলগুলি দাবি করছে গণতন্ত্র পুনরুদ্ধার এবং আসন্ন নির্বাচনকে সামনে রেখে যাতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ব্যবস্থা গ্রহণ করার জন্য। কিন্তু তারই মধ্যে শনিবার রাতে আবারো কমলপুরের এ দলীয় কার্যালয়টি ভাঙচুর করে অগ্নি সংযোগ করে শাসক দলের দুর্বৃত্তরা। কিন্তু এর আগেও যখন এই দলীয় কার্যালয়টি পাঁচবার আক্রান্ত হয়েছিল তখন এটি সংস্কার করা হয়। কারণ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি এ দলীয় কার্যালয় থেকে করার জন্য এই উদ্যোগ নেওয়া হয়। তারই মধ্যে শনিবার রাতে যে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা হয়েছে তাতে ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানান তিনি। মহকুমা কমিটির সম্পাদক আরও দাবি করেন কমলপুরে এ ধরনের ঘিন্ন রাজনীতি আগে কখনো ছিল না। বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ঘিন্ন রাজনীতি আমদানি করে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে তারা। মানুষ তাদের থেকে সরে যাবে। আগামী দিনে এই ঘটনাগুলির বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করা হবে বলেও জানান তিনি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মোতায়েন রয়েছে পুলিশ, টি এস আর সহ আধা সামরিক বাহিনী।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য