স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ জানুয়ারি : বিজেপি জনজাতি মন্ডল সভাপতি’র বাড়িতে হামলা বাইক স্কুটি ও গাড়ি ভাঙচুর। ঘটনা গোলাগাটি বিধানসভা কেন্দ্রের হরিকান্ত পাড়ায়। অভিযোগের তীর তিপ্রা মথার দিকে। ঘটনার বিবরণে জানা যায়, শনিবার গভীর রাতে গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের হরিকান্ত পাড়ায় মন্ডল জনজাতি মোর্চার সভাপতি সমীর দেববর্মার বাড়িতে দুষ্কৃতিকারীরা আক্রমণ চালিয়ে বাইক স্কুটি গাড়ি সহ বাড়ি ঘর ভাঙচুর করে।
কোন রকম ভাবে দুষ্কৃতিকারীদের আক্রমণে হাত থেকে প্রাণে বেঁচে গেলেন জনজাতি মোর্চার মণ্ডল সভাপতি। ঘটনার খবর পেয়ে রবিবার সকাল আটটায় ছুটে আসেন এলাকার বিধায়ক বিরেন্দ্র কিশোর দেববর্মা সহ জেলা ও মন্ডল স্তরের জনজাতি মোর্চার নেতৃবৃন্দ। ছুটে আসে টাকারজলা থানার পুলিশ। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দুষ্কৃতিকারীদের কঠোর শাস্তি দেওয়ার জন্য দাবি তোলেন এলাকার বিধায়ক। এ ঘটনা ঘিরে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। অন্যদিকে তিপ্রা মোথা দলের পক্ষ থেকে ঘটনার জন্য বর্তমান শাসক দলকে দায়ী করছেন। পাশাপাশি নিজেদের মধ্যে এক প্রকার গোষ্ঠী কোন্দল বহিঃপ্রকাশ বলে মনে করছেন তিপরা মথা দলের নেতৃবৃন্দ।