স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ জানুয়ারি : শ্রীকৃষ্ণ মন্দির স্থিত মুখ্যমন্ত্রীর বাসভবন পাশে ড্রেইন থেকে উদ্ধার অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ। ঘটনা সূত্রে জানা যায় সোমবার দুপুরে নাগাদ পথচারীরা রাস্তার পাশে ড্রেনের মধ্যে দেখতে পায় এক ব্যক্তির মৃতদেহ আংশিক দেখা যাচ্ছে। সাথে সাথে খবর দেওয়া হয় পূর্ব থানার পুলিশকে। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জিবি হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। জানা যায় মৃত ব্যক্তির শরীরে কোন আঘাত না থাকলেও একটি দড়ি পাওয়া গেছে। তবে এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকার পরেও কিভাবে এবং কখন এই ঘটনা সংঘটিত হয়েছে সে বিষয়ে প্রশ্ন জাগছে এলাকাবাসীর মধ্যে। স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। পুলিশের ধারণা মৃতদেহ ময়না তদন্তের পর স্পষ্ট হবে মৃত্যুর কারণ। বয়স আনুমানিক ৬০ থেকে ৬২ বছর।