Saturday, April 20, 2024
বাড়িরাজ্যবিজেপি'কে উৎখাত করতে জোটের ইঙ্গিত আবারো জিতেনের

বিজেপি’কে উৎখাত করতে জোটের ইঙ্গিত আবারো জিতেনের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ জানুয়ারি : আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসকে দূরে সরিয়ে এক ছাতার নিচে আসার ইঙ্গিত দিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। দলীয় কার্যালয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রধান শাসকদল বিজেপিকে পরাস্ত করতে জিতেন্দ্র চৌধুরী জানান, ত্রিপুরা রাজ্যে আইনের শাসন সম্পূর্ণভাবে অচল হয়ে পড়েছে। সংবিধান প্রায় নিষিদ্ধ। মুখ্যমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত না হয়ে ছাপ্পা ভোটে মুখ্যমন্ত্রী হয়েছেন বলে এই পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে ত্রিপুরা।

 তাই জনগণের গণতন্ত্র পুনরুদ্ধার করা দরকার। তিপরা মাথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মন সহ অন্যান্য রাজনৈতিক দলের সাথে সিপিআইএমের অভ্যন্তরীণ আলোচনা চলছে। প্রদ্যোত কিশোর দেববর্মন শারীরিক অসুস্থতার কারণে রাজ্যের বাইরে রয়েছেন। গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য এগিয়ে আসতে তাঁর কাছে যে বয়ান পাঠানো হয়েছে। তাতে তিনি সমর্থন জানিয়েছেন। তাই এখন শাসক দলের মধ্যে ভূকম্প তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী সহ সাধারণ কার্যকর্তারা আবোল তাবোল বলতে শুরু করেছেন বলে জানান জিতেন্দ্র চৌধুরী। গণতন্ত্রের পক্ষে কথা বললে শাসক দলের কাছে অসহ্য এবং অস্বস্তিকর হয়ে দাঁড়ায়। তাতে স্পষ্ট নৈতিক ভাবে জনগণ থেকে তারা দূরে সরে আছে। তাই সিপিআইএম সিদ্ধান্ত নিয়েছে পরবর্তী সময় বিরোধী রাজনৈতিক দলগুলি গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য কি সিদ্ধান্ত আসা যায়। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিরোধী রাজনৈতিক দলগুলি ঐক্যবদ্ধ হলে ভালো হবে বলে জানান। তবে তৃণমূল কংগ্রেস নিয়ে সংশয় প্রকাশ করেন জিতেন্দ্র চৌধুরী। তিনি বলেন তৃণমূল কংগ্রেস অন্য রাজ্যে গণতন্ত্রের হত্যাকারী। সব বিরোধী দল আসবে কিনা সেটা পরের বিষয়। কিন্তু তৃণমূল কংগ্রেসকে মানুষ বিশ্বাস করতে চায় না। তবে আগামী দিন সঠিক সময় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। এদিকে প্রদ্যোৎ কিশোর দেববর্মন প্রথম থেকেই দাবি করছেন যদি বিরোধীদের সাথে জোটে যায় তাহলে গ্রেটার তিপরাল্যান্ডের সমর্থন লিখিতভাবে করতে হবে। তাহলে কি এবার সিপিআইএম সেই পথেই হাঁটছে, নাকি সেই চুক্তি দূরে রেখে প্রদ্যোৎ -কে কব্জা করতে পারবে সিপিআইএম। প্রশ্ন রাজনৈতিক মহলে শুরু হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য