স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ ডিসেম্বর : কংগ্রেস ও সিপিআইএমের যৌথ বিবৃতি নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন কংগ্রেস ও সিপিআইএম এর মিতালী আগে থেকেই ছিল। এটা নতুন কিছু নয়। এখন শুধু এটা প্রকাশ্যে এসেছে।
ত্রিপুরার মানুষ সব সময় তাদের দ্বারা বিভ্রান্ত হয়েছে। তাদের মিতালী সামনে আসায় একটা লাভ হয়েছে, মানুষ এখন আর তাদেরকে ভোট দেবে না। এটা এক প্রকার নিশ্চিত হয়ে গেছে। পশ্চিমবঙ্গ থেকে তাদের শিক্ষা নেওয়া উচিত। তারা এখন বারে বারে ভুল করছে। এতে করে বিজেপির সুবিধা হয়েছে। এডিসি নির্বাচনে তারা ক্ষমতাচ্যুত হয়েছে। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনেও তারা পরাজিত হয়েছে। বাকি রয়েছে বিধানসভা নির্বাচন। বিধানসভা নির্বাচনে কি হয় তা সকলেই দেখবে। তাদের মিতালীকে মানুষ ভালোভাবে নিচ্ছে না। তাদের কোন নীতি আদর্শ নেই। কংগ্রেস সিপিআইএম-র যৌথ বিবৃতি দেওয়ার ফলে বিজেপির সুবিধা হয়েছে। বিজেপির এখন আর কোন কিছু বলতে হবে না। নির্বাচনের ফলাফল সবকিছু বলবে।