নয়াদিল্লি, ২৮ ডিসেম্বর (হি.স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জনজাতীয় অঞ্চলের পড়ুয়াদের নিজেদের জীবনে স্বনির্ভরতা অর্জনের পরে সমাজের মুলস্রোতে ফিরে আসার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, সমাজের অগ্রগতিতে অবদান রাখা সবার কর্তব্য। রাষ্ট্রপতি বুধবার তেলেঙ্গানার ভদ্রাচালামে সম্মাক্কা সরলাম্মা জনজাতি পূজারির সম্মেলনের উদ্বোধন করার পরে আসিবাদাদ এবং মাহাবুবাবাদ জেলায় একলব্য আবাসিক স্কুলগুলি উদ্বোধন করেছেন। এই অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে রাষ্ট্রপতি মুর্মু কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের ”প্রাসাদ” নামক প্রচেষ্টার প্রশংসা করেন, কারণ পর্যটনের উন্নতি স্থানীয় মানুষজনের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়াবে। রাষ্ট্রপতি আরও বলেন, সামাক্কা সরলাম্মার মতো আদিবাসী উৎসব সাংস্কৃতিক শৈলীকে শক্তিশালী করবে।