স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ ডিসেম্বর : সরকারি এবং বেসরকারি বিদ্যুৎ বিভাগের বকেয়া বিদ্যুৎ বিল আদায়ের ক্ষেত্রে নিগম কর্তৃপক্ষকে উদ্যোগ গ্রহণ করতে হবে। বুধবার টি.এস.ই.সি.এল ওয়ার্কার্স এন্ড এম্প্লয়িস সংঘর পক্ষ থেকে বিদ্যুৎ নিগমের ম্যানেজিং ডিরেক্টরের নিকট গণ ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশন প্রদানকালে উপস্থিত ছিলেন টি.এস.ই.সি.এল ওয়ার্কার্স এন্ড এম্প্লয়িস সংঘের সভাপতি অনুপ আচার্য।
ডেপুটেশন প্রদান শেষে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান টি.এস.ই.সি.এল-এর অধীন যে সকল কর্মীরা কাজ করছে তারা নির্ধারিত সময়ের অধিক সময় কাজ করে আসছে। ২০১৮ সালের পর থেকে তারা এই ওভারটাইম কাজের জন্য কোন অর্থ পায়নি। এই নিয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের নিকট বহুবার ডেপুটেশন প্রদান করা হয়েছে। কিন্তু তাতেও কাজের কাজ কিছুই হয়নি। তিনি আরো জানান বিভিন্ন এজেন্সির মাধ্যমে কিছু অনিয়মিত কর্মী নিয়োগ করা হচ্ছে। এই সকল কর্মীদের নিয়মিত বেসিসে নিয়োগ করার দাবি জানান তিনি। একইসাথে বন্ধ হয়ে থাকা গ্রাহকদের মিটার গুলি অবিলম্বে পরিবর্তন করার দাবি জানাণ তিনি। এছাড়াও আরও বেশ কিছু দাবি তুলে ধরেন তিনি।