Saturday, January 18, 2025
বাড়িরাজ্যওজন ও পরিমাণ যন্ত্রাদী পরীক্ষণ এবং খাদ্য লাইসেন্স পুনঃ নবীকরণ শিবির

ওজন ও পরিমাণ যন্ত্রাদী পরীক্ষণ এবং খাদ্য লাইসেন্স পুনঃ নবীকরণ শিবির

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ ডিসেম্বর : শুক্রবার ওজন ও পরিমাণ যন্ত্রাদী পরীক্ষণ এবং খাদ্য লাইসেন্স পুনর্নবীকরণ শিবির অনুষ্ঠিত হয়। লিগ্যাল মেট্রোলজি সংস্থা, সদর মহকুমা প্রশাসন এবং খাদ্য দপ্তরের যৌথ উদ্যোগে ত্রিপুরা হোলসেল গ্রোসারী মার্চেন্ট এসোসিয়েশনের নেতাজী সুভাষ রোড স্থিত বানিজ্য ভবনে হয় এই শিবির। এই শিবিরে উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক অরূপ দেব, খাদ্য দপ্তরের আধিকারিক এবং  ত্রিপুরা হোলসেল গ্রোসারী মার্চেন্ট এসোসিয়েশনের কার্যকর্তারা।

 সদর মহকুমা শাসক হিসাবে তিন মাস হয়েছে দায়িত্ব গ্রহণের। এই ক্ষেত্রে কাজের ব্যপকতা বেশী। সদরের কাজের প্রতিফলন গোটা রাজ্যে ঘটে। এই ক্ষেত্রে দাঁড়িয়ে সদর মহকুমা শাসক আহবান জানান জিনিস পত্রের মুল্য নির্ধারণ যাতে যুক্তি সংগত ভাবে করা হয়। মাথায় রাখতে হবে ক্রেতাদের উপর যাতে অধিক চাপ সৃষ্টি না হয়। এই বছরটা নির্বাচনী বছর। বাজারের উপর ভিত্তি করে যা হবে তাতে জনগণের উপর চাপ সৃষ্টির সম্ভাবনা থাকে বলে জানান সদর মহকুমা শাসক অরূপ দেব। সব দিক বিবেচনা করে ব্যবসায়ীরা মূল্য নির্ধারণ করে ব্যবস্থা নেবেন বলে আশা ব্যক্ত করেন তিনি। প্রশাসনিক ভাবে সমস্ত ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য